বিশ্বের শীর্ষ কনজ্যুমার ইলেকট্রন্সি ব্র্যান্ড স্যামসাং ইলেকট্রনিক্স, ‘ওয়েডিং ক্যাম্পেইন’-এর মেগা গিফ্ট বিজয়ীর নাম ঘোষণা করেছে। এসএমএ মাফি শুভ ঢাকার মিরপুরের ট্রান্সকম শোরুম থেকে একটি মাইক্রোওয়েভ ওভেন কিনে ওয়েডিং ক্যাম্পেইনের মেগা গিফ্ট হিসেবে একটি ব্র্যান্ড নিউ সেডান কার জিতে নেন।
‘ওয়েডিং ক্যাম্পেইন’-এর মেগা গিফট একটি ব্র্যান্ড নিউ সেডান কার বিজয়ী হিসেবে এসএমএ মাফি শুভ-এর নাম ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন, কনজ্যুমার ইলেকট্রনিক্স-এর হেড অব বিজনেস ফিরোজ মোহাম্মদ, ডিজিটাল অ্যাপ্লায়েন্স-এর প্রোডাক্ট ম্যানেজার সালমান এ খান।
বিস্তারিত জানতে ০৯৬১২-৩০০-৩০০, ০৮০০০-৩০০-৩০০ (টোল ফ্রি) নম্বরে কল করতে অথবা https://www.facebook.com/SamsungBangladesh/ ওয়েব সাইটে ভিজিট করতে বলা হয়েছে।
বিডি প্রতিদিন/২২ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম