ট্রানশান বাংলাদেশ লি. এর সার্ভিস ব্র্যান্ড কার্লকেয়ার রাজধানীর বাড্ডাতে ২২তম শাখার উদ্বোধন করেছে। ব্যবস্থাপনা পরিচালক উইলি চুই আনুষ্ঠানিকভাবে এই উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রানশান বাংলাদেশের সিইও রেজওয়ানুল হক, সিওও শ্যামল সাহা, ডিভিশনাল সেলস হেড মো. শফিউল আলম, আঞ্চলিক পরিবেশক মো. শরিফুল আলম (হেলাল), কার্ল কেয়ার সার্ভিস এর অপারেশন ম্যানেজার মাহফুজ-উল-হক মিরাজ এবং টেকনিক্যাল ম্যানেজার তসলিম আনোয়ার সহ বিশিষ্ট আরও অনেকে।
উদ্বোধনকালে রেজওয়ানুল হক বলেন, মোবাইল হ্যান্ডসেটের কোয়ালিটি নিয়ে গ্রাহকদের চিন্তা মুক্ত রাখতে, বিক্রয়োত্তর ১০০ দিন পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে ট্রানশান বাংলাদেশ লিমিটেড। আইটেল এবং টেকনো মোবাইলের বিক্রয়োত্তর সেবা সহ ১০০ দিন পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি সেবা প্রদান করবে সার্ভিসিং ব্র্যান্ড কার্লকেয়ার ।
কার্লকেয়ার দেশব্যাপী সার্ভিস নেটওয়ার্ক বিস্তৃতি এবং কালেকশান পয়েন্ট বাড়ানোর মাধ্যমে দ্রুততার সাথে প্রয়োজনীয় এবং তাৎক্ষনিক সেবা নিশ্চিত করবে।
বিডি প্রতিদিন/৩০ আগস্ট, ২০১৭/ফারজানা