মোবাইল ফোন অপারেটর রবি ও মোবাইল ভ্যালু অ্যাডেড সার্ভিস (ভিএএস) প্রোভাইডার মাল্টিসোর্সিং লিমিটেড সম্প্রতি রাজধানীর একটি হোটেলে মেগা কনসার্টের আয়োজন করে। সঙ্গীতের মূর্চ্ছনায় কনসার্টে আগত শ্রোতাদের মন মাতান বাপ্পা মজুমদার ও মিলা।
একটি ভিএএস ক্যাম্পেইনে বিজয়ীরা আমন্ত্রিত অতিথি হিসেবে কনসার্টটি উপভোগ করেন। এসএমএস টুইটি সার্ভিসের মাধ্যমে বাপ্পা ও মিলা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে ওই কুইজ প্রতিযোগিতায় জিতেন বিজয়ীরা।
১৫০০ পয়েন্ট অর্জনকারীদের বিজয়ী হিসেবে নির্বাচন করা হয়েছে। কনসার্টটিতে রবি ও মাল্টিসোর্সিংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/৫ অক্টোবর, ২০১৭/ফারজানা