দেশের বাজারে প্রথমবারের মত লিনেক্স ইলেক্ট্রনিক্স নিয়ে এলো হাই ভোল্টেজ রেঞ্জ (এইচভিআর) কমপ্রেসর এর (160~250V) রেফ্রিজারেটর।
কোম্পানির নতুন মডেলটি হচ্ছে LNX-Ref-226L. বাংলাদেশের জন্য ৯২% আর্দ্রতায় ব্যবহার উপযোগী লিনেক্স ফ্রিজ দিচ্ছে প্রকৃত বিদ্যুৎ সাশ্রয় ও স্বাস্থ্যসম্মত খাবার সংরক্ষণের নিশ্চয়তা।
লিনেক্স- এর সব পণ্য দেশজুড়ে ১০০টিরও বেশী শো-রুমে পাওয়া যাচ্ছে।
বিডি প্রতিদিন/ ২৫ অক্টোবর, ২০১৭/ ই জাহান