সম্প্রতি উত্তরা বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টার (বিএআরসি) এর মধ্যে শিক্ষান্নোয়ন সংক্রান্ত এক সহযোগিতা চুক্তি সম্পাদিত হয়েছে। গত ২০ জুলাই উত্তরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড. এম আজিজুর রহমান, উপ-উপচার্য প্রফেসার ড.ইয়াস্সীন আরা, রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন, স্কুল অব বিজনেস এর ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম এবং ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টারের কর্ণধার ও প্রতিষ্ঠাতা মো মারুফ ফিরোজ, সিনিয়র ফ্যাকল্টি মোঃ মামুন মোর্সেদ, ইউনিভার্সিটি অ্যাফেয়ার্স মোঃ মাহামুদ হোসেন, আইটি বিশেষজ্ঞ মোঃ হিমেলসহ আরো অনেকে।
এই চুক্তির ফলে উত্তরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের ব্যক্তিগত দক্ষতা ও শিক্ষাগত মান উন্নয়ন ও উপযুক্ত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তীব্র প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রে সফল হওয়ার মত করে নিজেদের প্রস্তুত করাসহ বিভিন্ন প্রাইভেট ও মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইন্টার্নশিপ ও চাকুরী প্রদানে এগিয়ে যাবে।
বৃটিশ আমেরিকান রিসোর্স সেন্টার ইংরেজি ভাষার আন্তর্জাতিক পরীক্ষা IELTS এর অফিসিয়াল পরীক্ষা কেন্দ্র এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান IDP Australia এর অফিশিয়াল অংশিদার। একই সাথে প্রতিষ্ঠানটি ছাত্রছাত্রী ও কর্মজীবি মানুষদের ইংরেজী ভাষা সহজভাবে রপ্ত করার জন্য আধুনিক ও উন্নত মানের প্রশিক্ষন প্রদান করে আসছে।
ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টারের কর্ণধার ও প্রতিষ্ঠাতা মোঃ মারুফ ফিরোজ বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে বহুমাত্রিক শিক্ষার এক অফুরন্ত ক্ষেত্র বা মাধ্যম। এই মাধ্যম থেকে শুধু পুথিগত বিদ্যা নয়, পাঠ্য বর্হির্ভূত বাস্তব শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থিরা সৃজনশীল বিশেষায়িত শিক্ষা অর্জন করে কর্মক্ষেত্রে নিজেদের প্রমাণ করতে সক্ষম হবে। এক্ষেত্রে ইংরেজি জ্ঞাণে সমৃদ্ধ হওয়াও যুগেরই চাহিদা বলতে পারেন। ফলে আমাদের আজকের এই চুক্তি ও প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে বলে আমার বিশ্বাস। এতে বিশ্ববিদ্যালয়গুলোরও গুনগত মান উন্নয় হবে। তাই এ জাতীয় চুক্তি ভবিষ্যতে আমরা আরো করবো বলে সিদ্ধান্ত নিয়েছি।
বিডি প্রতিদিন/২৪ ডিসেম্বর ২০১৭/হিমেল