এসিআই লিমিটেড এর একটি গুরুত্বপূর্ণ অঙ্গপ্রতিষ্ঠান এসি আই মটরস লিমিটেড, ফোটন কমার্শিয়াল ভেহিক্যাল এর একমাত্র পরিবেশক হিসেবে যাত্রা শুরু করেছে। ফোটন বিশ্বের সর্ববৃহৎ কমার্শিয়াল ভেহিক্যাল প্রস্তুতকারী প্রতিষ্ঠান। বিশ্বব্যাপি ফোটন কর্তৃক উৎপাদিত ও বিপননকৃত মোট ৮০ লক্ষ কমার্শিয়াল ভেহিক্যাল, বৈশ্বিক অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে অগ্রণী ভূমিকা পালন করছে।
বাংলাদেশে এসিআই মটরস ফোটন কমার্শিয়াল ভেহিক্যাল এর একমাত্র পরিবেশক। ফোটন কর্তৃক উৎপাদিত সকল প্রকার কমার্শিয়াল ভেহিক্যাল যেমনঃ ১-৩.৫ টন পিকআপ, ট্রাক, ডাবল কেবিন পিকআপ, মাইক্রোবাস, এস ইউ ভি, ডাম্প ট্রাক, প্রাইম মুভার, ট্রানজিট মিক্সার ইত্যাদি এসিআই মটরস্ বিপনন শুরু করেছে। নিকট ভবিষ্যতে এসিআই মটরস স্থানীয়ভাবে কমার্শিয়াল ভেহিক্যাল সংযোজনে ও উৎপাদনে যাওয়ার পরিকল্পনা করছে। কৃষি যন্ত্রপাতি, কন্সট্রাকশন ইকুইপমেন্ট ও মটরসাইকেলসহ অন্যান্য পণ্যে এসিআই মটরস বিক্রয়ত্তোর সেবার মাধ্যমে গ্রাহকের সন্তুষ্টি অর্জনে সক্ষম হয়েছে। অনুরূপ সেবার মান ফোটন কমার্শিয়াল ভেহিক্যালও ধরে রাখবে বলে এসিআই মটরস বদ্ধপরিকর।
আজ এসিআই মটরস এর প্রধান কার্যালয় এসি আই সেন্টারে অনুষ্ঠিত হয় ফোটন কমার্শিয়াল ভেহিক্যাল এর প্রথম গ্রাহকগণের হস্তান্তর অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. আরিফ দৌলা, এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. এফ এইচ আনসারী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোটন কমার্শিয়াল ভেহিক্যাল এর সম্মানিত গ্রাহক, এসিআই লিমিটেড এর উর্দ্ধতন কর্মকর্তাসহ অন্যান্য শুভানুধ্যায়ীবৃন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন