ভালবাসা দিবস উপলক্ষে প্রাণ ফ্রুটো চতুর্থবারের মতো আয়োজন করেছে ‘প্রাণ ফ্রুটো লাভ এক্সপ্রেস-৪ 'ভালোবাসার ৪ অধ্যায়'। সাধারণ দর্শকদের পাঠানো প্রায় তিন হাজার গল্প থেকে বাছাই করে ছয়টি শর্টফ্লিম তৈরি করা হয়েছে।
প্রাণ-আরএফএল গ্রুপের প্রযোজনা প্রতিষ্ঠান ‘পিআর প্রোডাকশন’-এর ব্যানারে শর্টফ্লিমগুলো তৈরি করেছেন পরিচালক রায়হান রাফী।
শর্টফ্লিমগুলো প্রাণ ফ্রটোর ভেরিফায়েড পেজ এবং ইউটিউব চ্যানেলে ১১ ফেব্রুয়ারি থেকে প্রচার করা হচ্ছে। ১৩ এবং ১৫ ফ্রেবুয়ারি রাত ১০টা পাঁচ মিনিটে আরটিভিতে প্রচার করা হবে।
ফেসবুক পেইজের লিঙ্ক: https://www.facebook.com/PranFrooto/
ইউটিউব চ্যানেলে লিঙ্ক: https://www.youtube.com/channel/UCU-0QoRzMEhJGw2eN8Bw0jA
বিডি প্রতিদিন/ফারজানা