রাজধানীর মালিবাগ মোড়ে ৪৭, সিদ্ধেশ্বরী সার্কুলার রোডে অবস্থিত চার তারকা মান সম্পন্ন স্কাই সিটি হোটেল আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।
গতবছরের মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করার পর থেকে অতিথি সেবায় ও পর্যটন খাতে বিশাল অবদান রেখে আসছে হোটেলটি। শতকরা ৯৫ ভাগ বিদেশী অতিথি হোটেলটিতে অবস্থান করেন। হোটেলের সেবা এবং খাবারের মান সম্পর্কে অতিথিরা বিভিন্ন আন্তর্জাতিক অনলাইন গণমাধ্যমে তাদের সন্তুষ্টি ও ভূয়সী প্রশংসা করেন ।
বহুল প্রচারিত অনলাইন ভিত্তিক বুকিং পোর্টাল Booking.com ও Expedia অতিথিদের অনলাইন ভিত্তিক মূলায়নের পরিপ্রেক্ষিতে স্কাই সিটি হোটেলকে ২০১৮ সালের গেষ্ট রিভিউ এ্যাওয়ার্ড ও গেষ্ট রেটিং এ্যাওয়ার্ড নামে দুটি সম্মাননা স্মারক প্রদান করেছে। যা বিদেশী অতিথিদের কাছে দেশের ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি যথেষ্ট উজ্জ্বল করে দেশের সুনাম বৃদ্ধি করেছে।
বিডি প্রতিদিন/হিমেল/রেজা