আজিয়াটা গ্রুপ বারহেডের অ্যাপিগেট প্ল্যাটফর্মের সঙ্গে এরিকসনের প্রি-ইন্টিগ্রেশন চার্জিং সিস্টেম একিভূত হওয়ার ঘোষণা দিয়েছে এরিকসন। বার্সেলোনায় চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) আজ এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, ২৫ ফেব্রুয়ারি শুরু হয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি চলবে এমডব্লিউসি ২০১৯।
এমডব্লিউসি ২০১৯-এ ৫জি বা পঞ্চম প্রজন্মের ব্যবসায়িক সুযোগ সংক্রান্ত সূক্ষ্মজ্ঞানের পাশাপাশি সেবাদানকারীদের ব্যবসা ও গ্রাহক অভিজ্ঞতার বিভিন্ন তথ্য প্রদর্শন করবে এরিকসন।
অ্যাপিগেট হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস (এপিআই) ইকোসিস্টেমের নতুন প্রযুক্তি যা দ্রুত ব্যবসায়িক প্রবৃদ্ধি ও নগদীকরণের ক্ষেত্রে একটি নিরাপদ ও বাধাহীন প্ল্যাটফর্ম।
লক্ষ্যভিত্তিক এপিআই মাইক্রোসার্ভিসেস অ্যাক্সিলেরেটরের মাধ্যমে উদ্ভাবনী ডিজিটাল এপিআই ইন্টিগ্রেশন তৈরি ও কাঠামো পর্যবেক্ষণে এটি বিশেষ ভূমিকা রাখবে। ওপেন এপিআই এবং ইনোভেশন ইকোসিস্টেমের মাধ্যমে আয়ের নতুন ক্ষেত্র তৈরিতে এটি যোগাযোগ সংক্রান্ত সেবাদানকারীদের সহায়তা করবে।
অ্যাপিগেট ও এরিকসনের মধ্যে পরবর্তী প্রজন্মের ডিজিটাল এপিআই প্ল্যাটফর্ম ও ডিজিটাল বিজনেস সিস্টেমের সার্বিক উন্নয়নের লক্ষ্যে গত বছরের নভেম্বরে বিজনেস সাপোর্ট সিস্টেমের (বিএসএস) উদ্ভাবন, অপারেশনাল সাপোর্ট সিস্টেম (ওএসএস) এবং ইন্টারনেট অব থিংস (আইওটি) যা আগামী প্রজন্মের ডিজিটাল এপিআই প্ল্যাটফর্মের ব্যবহারকে গতিশীল করে, এ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করে এরিকসন ও আজিয়াটা। সেই চুক্তির ধারাবাহিকতায় নতুন এই চুক্তিতে স্বাক্ষর করেছে প্রতিষ্ঠান দুটি।
বিডি প্রতিদিন/ফারজানা