বাংলাদেশে যাত্রা শুরু করলো বিশ্বখ্যাত হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড ‘বশ’। ২৫ ফেব্রুয়ারি ঢাকার ওয়েস্টিন হোটেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিএসএইচ হোম এ্যাপলায়েন্স এর এফযেডই সিইও টমাস এ্যালোনসো এর উপস্থিতিতে এর আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন এডিসন গ্রুপ এর চেয়ারম্যান আমিনুর রশীদ।
এসময় গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শাহিদ, বিজনেস ডিরেক্টর জাফরুল খান এবং বিএসএইচ এর উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিএসএইচ হোম অ্যাপ্লায়েন্স এর সিইও টমাস অ্যালোনসো জানান, বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্যের জন্য প্রচুর সুযোগ সুবিধা প্রদান করে। যার কারণে জার্মান ব্র্যান্ডগুলোর বাংলাদেশের বাজার সবচাইতে পছন্দনীয় বাজার। ‘বশ’ বাংলাদেশে প্রিমিয়াম ক্যাটাগরির হোম অ্যাপ্লায়েন্সগুলো বাজারজাত করার জন্য আগ্রহী। তিনি সবার সহযোগিতা পাওয়ার জন্য আশাবাদ ব্যক্ত করেন।
এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশীদ জানান, এডিসন গ্রুপ দৃঢ়ভাবে বিশ্বাস করে বাংলাদেশের মানুষ জার্মান প্রযুক্তির প্রতি দুর্বল এবং তারা জার্মান পণ্য ব্যবহারে আগ্রহী। তিনি বশের ম্যানেজম্যান্টকে ধন্যবাদ জানান বাংলাদেশে এডিসন গ্রুপের সাথে ব্যবসা শুরু করার জন্য। বশ কে বাংলাদেশের বেস্ট হোম অ্যাপ্লায়েন্স করার জন্য এডিসন গ্রুপ সর্বদা সচেষ্ট থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বশের সকল ধরনের আফটার সেলস সার্ভিস এডিসন গ্রুপের মাধ্যমেই দেওয়া হবে বলে জানান আমিনুর রশীদ।
বিডি প্রতিদিন/ফারজানা