বাজারে এলো ওয়ালটনের তৈরি ৬.২৬ ইঞ্চির প্রথম নচ ডিসপ্লের স্মার্টফোন ‘প্রিমো এসসেভেন’। এতে রয়েছে এআই সমৃদ্ধ ট্রিপল ক্যামেরা, শক্তিশালী অক্টাকোর প্রসেসর ও ব্যাটারিসহ আকর্ষণীয় সব ফিচার। ব্লু এবং সি গ্রিন- এই দুটি রঙে দেশের সব ওয়ালটন প্লাজা, ব্র্যান্ড ও রিটেইল আউটলেটে ফোনটি মিলছে। এর দাম রাখা হয়েছে মাত্র ১৪,৯৯৯ টাকা।
ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান বলেন, ফোনটি বাজারে আসার আগেই প্রি-অর্ডার নেয়া হয়েছিল। এতে ক্রেতাদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া মিলেছে। যারা প্রি-অর্ডার দিয়েছেন, আকর্ষণীয় ক্যাশব্যাকসহ তাদের কাছে ফোনটি হস্তান্তর করা হচ্ছে। ক্রেতাদের কাছ থেকে ফোনটি সম্পর্কে প্রচুর পজিটিভ রিভিউ পাচ্ছি। বিশেষ করে ফোনটির আকর্ষণীয় ডিজাইন ও লুক, ক্যামেরা, প্রসেসর ইত্যাদির পারর্ফমেন্সে ক্রেতারা দারুণ সন্তুষ্ট।
এই ফোনে রয়েছে এআই সমৃদ্ধ ১২, ১৩ এবং ২ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, পিডিএএফ প্রযুক্তির ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ২.০ গিগাহার্জ গতির অক্টাকোর অক্টাকোর প্রসেসর, ৩ জিবি ডিডিআর৪ র্যাম, পাওয়ার ভিআর জিই৮৩২০ গ্রাফিক্স, ৩২ জিবি স্টোরেজ, ২৫৬ জিবি এসডি কার্ড সাপোর্ট, অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম, ৩৯০০ এমএইচ ব্যাটারি, ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক ইত্যাদি।
১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ এই ফোনে রয়েছে ৩০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধা পাবেন ক্রেতা।
বিডি প্রতিদিন/এ মজুমদার