দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সাথে গণমাধ্যমের সম্পর্ক উন্নয়নে কাজ করবে বিপণন পরামর্শক প্রতিষ্ঠান স্টারকম বাংলাদেশ। সম্প্রতি, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিক ইসলাম এবং স্টারকম বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সারাহ আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।
কর্মকর্তারা জানিয়েছেন, চুক্তির আওতায়, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সাথে গণমাধ্যমের সম্পর্ক উন্নয়নে বিজ্ঞাপন ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিপণন কার্যক্রম পরিচালনা করবে স্টারকম।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নর্থসাউথ অ্যালামনাই এবং এনএএএসবিই’র (এনএসইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস) ভাইস-প্রেসিডেন্ট জিয়াউদ্দিন আদিল, স্টারকম বাংলাদেশের পরিচালক তারাননুম বুশরা আলম, পরিকল্পনা বিভাগ প্রধান আরিফুর রহমান, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ পরিচালক জামিল আহমেদ এবং অর্থায়ন পরিচালক মোহাম্মদ সাঈদ আহমেদ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার