বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে সর্বসাধারনের মাঝে সচেতনতা বাড়াতে ১৯ নভেম্বর আয়োজন করা হয়েছিল এক বর্নাঢ্য শোভাযাত্রার। উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি থেকে শুরু হয়ে র্যালিটি শেষ হয় শাহবাগ মোড়ে গিয়ে।
আয়োজকেরা জানান, উপযুক্ত পাবলিক টয়লেটের সংখ্যা বরাবরই কম। ঘরের বাইরে গেলেই ব্যবহার উপযোগী পাবলিক টয়লেটের অভাবে নারী-পুরুষ-শিশু একই ভোগান্তিতে পড়েন। যার ফলে ইউরিনারি ইনফেকশনসহ কিডনি সংক্রান্ত বিভিন্ন রোগে নিজেদের অজান্তে নারীপুরুষসহ সবাই আক্রান্ত হয়। আমাদের উচিত এই বিষয়ে আরও সচেতন হওয়া আর আশপাশের সবাইকেও সচেতন করা।
এই ইস্যুকে মাথায় রেখে এবং “যখন প্রয়োজন... আমি কোথায় যাবো?” শ্লোগানকে প্রতিপাদ্য করে এবারের র্যালিটি আয়োজন করা হয়েছে। ‘কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড’-এর পণ্য হারপুন লিকুইড টয়লেট ক্লিনার-এর উদ্যোগে একটি সচেতনামূলক শোভাযাত্রা সকাল ৯ টায় টিএসসি মোড় থেকে শুরু হয়ে শাহাবাগ মোড়ে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের অনেক শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন অফিসের কর্মজীবী নারী ও পুরুষ যোগদান করেন। শোভাযাত্রা শেষে একটি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। আগামী দিনগুলোয় এই ইস্যুটিকে মোকাবেলার নানা দিকও এই আলোচনায় উঠে আসে। এছাড়া, এই বিষয়ে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও পাবলিক টয়লেট পরিষ্কারও করা হয়।
শোভাযাত্রায় উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড-এর সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার জনাব মো. ইশতিয়াক নাহিদ সহ প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ।
বিডি প্রতিদিন/ফারজানা