১৯৮১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। দেশের দিগ্বিজয়ী নারীদের জীবনযাত্রার মান উন্নত করার লক্ষ্যে অর্থনৈতিক সমৃদ্ধি, আর্থিক নিরাপত্তা, লাইফস্টাইল ও চিকিৎসাসহ নানা সেবার অফার সমৃদ্ধ ‘প্রীতি’ নিয়ে এসেছে। সম্প্রতি আইপিডিসির হেড অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ‘প্রীতি’।
প্রীতি উদ্বোধন করেন বিজিএমইএ’র সভাপতি ড. রুবানা হক। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরী, কেআইটিসি লিমিটেড এর কান্ট্রি ডিরেক্টর ও সিইও জারা জাবীন মাহবুব, পিএফডিএ ভোকেশনাল ট্রেনিং সেন্টার ট্রাস্টের ফাউন্ডার চেয়ারম্যান সাজিদা রহমান ড্যানি, ব্যারিস্টার শুক্লা সারওয়াত সিরাজ, ডেইলি স্টার এর আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট এডিটর ও সংগীতশিল্পী এলিটা করিম, স্যার জন উইলসন স্কুল এর অধ্যক্ষ সাবরিনা শহীদ, মডেল ও উপস্থাপিকা সামিয়া আফরিন ও শারমিন লাকী, স্যার জন উইলসন স্কুল এর প্রাধ্যক্ষ ড. ফারহানা জামান, জাগো ফাউন্ডেশনের ডেভেলপমেন্ট ডিরেক্টর আমব্রিন লাখানি মিরালি, জেরিন মাহমুদ হোসেন এবং রোকেয়া আফজালসহ আরও অনেকে।
এসময় আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম, ডিএমডি ও হেড অব বিজনেস ফাইন্যান্স রিজওয়ান দাউদ শামস, ডিএমডি ও হেড অব রিটেইল বিজনেস কায়সার হামিদ, হেড অব কর্পোরেট কমিউনিকেশন্স মাহজাবীন ফেরদৌসসহ অন্যান্য উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থাপনা করেন মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।
আমাদের দেশের নারীদের উচ্ছ্বাসে জেগে উঠতে প্রয়োজন একটু ভরসা আর অনুপ্রেরণা। তাই নারীদেরকে সাহসী, স্বপ্নদর্শী ও স্বাধীন হওয়ার পথে এগিয়ে নিয়ে যেতে আইপিডিসি নতুন এক প্ল্যাটফর্ম প্রীতি নিয়ে এসেছে। আইপিডিসির সকল রিটেইল প্রোডাক্টকে সমন্বিত করে নারীদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এসেছে প্রীতি। প্রীতিতে থাকছে বছরে নগদ ২,৫০,০০০ টাকা পর্যন্ত হেলথ ইনস্যুরেন্স কাভারেজ, স্বনামধন্য ডাক্তারের আ্যাপয়েন্টমেন্টে সহযোগিতা, ২৪ ঘণ্টা হেল্প লাইনের মাধ্যমে বিনামূল্যে দক্ষ ডাক্তারের পরামর্শ, ৫০% ছাড়ে এক্সক্লুসিভ হেলথ চেকআপ, ২৫০ টিরও বেশি লাইফস্টাইল আউটলেটে আকর্ষণীয় ডিসকাউন্ট, বিভিন্ন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও শপিং মল-এ বিশেষ ছাড়, রিটেইল ডিপোজিটে বাড়তি ইন্টারেস্ট রেট ও লোন-এর ক্ষেত্রে আকর্ষণীয় ছাড়।
প্রীতির গ্রাহকরা আইপিডিসির সকল রিটেইল প্রডাক্ট যেমন ফিক্সড ডিপোজিট (এফডিআর), ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস), মিলিওনেয়ার স্কিম, ডাবল মানি স্কিম, আল্টিফ্লেক্স, হোম লোন, ভালো বাসা হোম লোন, অটো লোন এবং পারসোনাল লোন সুবিধা উপভোগ করতে পারবেন।
টেলিনর হেলথ (জিপিটনিক) এর সার্বিক সহযোগিতায় যাত্রা শুরু করা আইপিডিসির প্রীতির সাথে আছে ইউনাইটেড হসপিটাল, ইব্রাহীম কার্ডিয়াক, ইবনে সিনা, ওমেন্স ওয়ার্ল্ড, ভাইবস, শমরিতা হসপিটাল লিমিটেড, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, ভিএলসিসি এবং হারমনি স্পা।
বিডি-প্রতিদিন/শফিক