চট্টগ্রামের গ্রাহকদের কাছে আন্তর্জাতিক মানের পণ্য এবং সেবা পৌঁছে দিতে ‘ফুসো থ্রি এস সেন্টার’ চালু করেছে বিশ্বখ্যাত বাণিজ্যিক পরিবহন ব্র্যান্ড ‘ফুসো’।
ডাইমলার ট্রাকস এশিয়ার মিতসুবিশি ফুসো ও ফুসো ব্র্যান্ডের ট্রাক এবং বাসের বাংলাদেশের স্থানীয় ব্যবসা পরিচালনা করছে র্যানকন।
বৃহস্পতিবার বন্দর নগরীর বায়োজিদ বোসতামি সড়কে ‘ফুসো থ্রি এস’ কেন্দ্রটি উদ্বোধর করেন নির্মাতা প্রতিষ্ঠান ডাইমলার বাণিজ্যিক পরিবহনের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান অমিত বিশত ও র্যানকনের গ্রপ ম্যানেজিং ডিরেক্টর রোমো রউফ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন র্যানকন ট্রাকের প্রধান বানিজ্যিক কর্মকর্তা জিশান হোসেন এবং বিভাগীয় পরিচালক শন হাকিম।
ব্যবসায় কেন্দ্র উদ্বোধনের পাশাপাশি ফুসো ব্রান্ডের দুটি নতুন পরিবহন পরিচয় করিয়ে দেন অতিথিরা। ফুসো ব্র্যান্ডের ‘এফই, এফএ, এফআই, এফজে, এফজে(আরএমসি) এবং এফজেড’ মডেলের পরিবহন পাওয়া যাবে বলে জানান কর্মকর্তারা।
অনুষ্ঠানে জানানো হয়, ফুসো থ্রি এস নামে কেন্দ্রটিতে পরিবহন বিক্রয়, গ্রাহক সেবা এবং যন্ত্রাংশ পাওয়া যাবে। রাজধানী ঢাকার পরে এটি ফুসো ব্র্যান্ডের দ্বিতীয় অনুমোদিত কেন্দ্র।
আট হাজার নয়শো বর্গফুট স্থান নিয়ে স্থাপিত ‘ফুসো থ্রি এস’ কেন্দ্রে বাণিজ্যিক পরিবহন প্রদর্শনীর পাশাপাশি গ্রাহক সেবা প্রদানে রয়েছে দশটি সার্ভিস বে।
কর্মকর্তারা জানান, দেড় টন থেকে শুরু করে ৪০টন সহনশীল ট্রাক, রেডি মিক্স কংক্রিটের পাশাপাশি রোসা এসি বাস এবং বিএম বাস রয়েছে ফুসোর বহরে।
উলেখ্য, বাংলাদেশের বাজারে ফুসোর একক ব্যবসায় প্রতিনিধি হিসেবে র্যানকন মটরসের অংশী প্রতিষ্ঠান র্যানকন ট্রাকস এন্ড বাসেস লিমিটেডকে ২০১৭ সালে অনুমোদন দেয় জাপানী প্রতিষ্ঠান মিতসুবিশি।
বিডি প্রতিদিন/হিমেল