দেশের বাজারে সিঙ্গার নিয়ে এসেছে ব্লুএয়ার এয়ার জয় এস এয়ার পিউরিফায়ার। বাসা-বাড়ি ও অফিস-আদালতে বায়ু দূষণজনিত সমস্যার সমাধানে ব্লুএয়ার এয়ার পিউরিফায়ার বিশ্বে শীর্ষস্থানীয়।
আরামদায়ক জায়গার জন্য ব্লুএয়ার জয় এস বেশ উপযোগী। কেননা ব্লুএয়ার পিউরিফায়ারটি আকারে ছোট ও কার্যকরী। এই এয়ার পিউরিফায়ারটি সহজেই যে কোন জায়গায় বসানো যাবে। জয়এস ব্লুএয়ার এয়ার পিউরিফায়ারটিতে রয়েছে হেপা-সাইলেন্ট প্রযুক্তি, যেখানে মেকানিক্যাল ও ইলেক্ট্রোস্ট্যাটিক ফিল্টার ব্যবহার করা হয়েছে। এটি ০.১ মাইক্রোন বায়ুবাহিত বিভিন্ন ক্ষতিকর জীবানু ধ্বংস করতে সক্ষম। এর মধ্যে পলেন, ধুলা, পেট ডেন্ডার, মোল্ড স্পোরেস, ধোঁয়া, অ্যালার্জি সৃষ্টিকারী উপাদান এবং ব্যাকটেরিয়া অন্যতম।
এয়ার পিউরিফায়ারটির আছে কার্বন ফিল্টার যা গন্ধ, গ্যাস এবং ভিওসি প্রতিরোধে সক্ষম এবং এর রয়েছে ৩৬০ডিগ্রি এয়ার ইনটেক। বিদ্যুৎ সাশ্রয়ী জয় এস এয়ার পিউরিফায়ারটি সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব।
এ প্রসঙ্গে সিঙ্গার বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর চান্দনা সামারাসিংহে বলেন, আমরা এর আগে বাংলাদেশের বাজারে বিভিন্ন মডেলের ব্লুএয়ার পিউরিফায়ার উন্মোচিত করেছিলাম, যা ক্রেতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এর ধারাবাহিকতায় আমরা বাংলাদেশের বাজারে নিয়ে এসেছি ব্লুএয়ার জয় এস এয়ার পিউরিফায়ার। আকারে ছোট ও স্বল্প মূল্য কিন্তু কাজে অতুলনীয় জয় এস এয়ার পিউরিফায়ার। এক বছরে ঢাকা শহরে বায়ূ দুষণের পরিমান ২০ শতাংশ বেড়েছে বলে একটি গবেষণায় উঠে এসেছে এবং বর্তমান বিশ্বে দূষিতবায়ুর শহরগুলোর মধ্যে প্রথম অবস্থানে ঢাকা। তাই আমরা আশা করি সবার ঘরের বায়ু বিশুদ্ধ করার জন্য ব্লুএয়ারের এই মডেলের এয়ার পিউরিফায়ারটি কার্যকরি ভূমিকা রাখবে।
এছাড়া, ব্লুএয়ার জয় এস এয়ার পিউরিফায়ার কিনলে ক্রেতারা অতিরিক্ত একটি এয়ার ফিল্টার ফ্রি পাবেন। ক্রেতারা দেশজুড়ে সিঙ্গারের নির্দিষ্ট আউটলেট থেকে ০% ইন্টারেস্টে ব্লুএয়ার পিউরিফায়ার কেনার সুবিধা পাবেন। ব্লুএয়ার জয় এস এয়ার পিউরিফায়ার পাওয়া যাবে মাত্র ১৪,৯৯০ টাকায়।
বিস্তারিত তথ্য জানা যাবে সিঙ্গারের কল সেন্টার এবং ওয়েবসাইট: (www.singerbd.com) এর মাধ্যমে।
বিডি প্রতিদিন/আরাফাত