নভোএয়ার এর ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম “স্মাইলস” ৮ম বর্ষে পদার্পন করেছে। যাত্রীদের বিশেষ সেবা দিতে দেশে সর্বপ্রথম ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম চালু করেছে নভোএয়ার।
এ উপলক্ষে টিকেটের মূল্যে ১০ শতাংশ ছাড়ের ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। এই অফারে সম্মানিত স্মাইলস সদস্যগণ নভোএয়ার এর বিক্রয় কেন্দ্র, ওয়েবসাইট, মোবাইল অ্যাপের মাধ্যমে টিকেট ক্রয় করতে পারবেন। আগামী ৩১ জুলাই পর্যন্ত এই অফারে টিকেট ক্রয় করা যাবে। টিকেট ক্রয়ের ক্ষেত্রে প্রোমোকোড অপসনে "SMILES 7ANN" কোডটি ব্যবহার করতে হবে।
এছাড়া যে কোন সম্মানিত যাত্রী স্মাইলস গ্রাহক হয়ে এই অফারে টিকেট ক্রয় করতে পারবেন। এজন্য নভোএয়ার এর ওয়েবসাইট বা বিক্রয় কেন্দ্র থেকে নির্ধারিত ফরম পূরণ করতে হবে।
নভোএয়ার সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রামে ৩টি, যশোর ৩ টি, সৈয়দপুর ৪টি ও সিলেট ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ