তরুণ প্রযুক্তিপ্রেমীদের কথা বিবেচনা করে গ্যালাক্সি জে সিরিজ থেকে বেরিয়ে বাজারে গ্যালাক্সি এ সিরিজ উন্মোচন করে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। বাজারে অবমুক্ত হওয়ার পর সাশ্রয়ী দামের চমৎকার ডিজাইনের গ্যালাক্সি এ সিরিজের ডিভাইসগুলো সহজেই জনপ্রিয় হয় স্মার্টফোন প্রেমীদের মধ্যে। নতুন প্রজন্মের চাহিদা পূরণে আকর্ষণীয় ডিজাইন, উদ্ভাবনী ফিচার ও শক্তিশালী পারফরমেন্স এ জনপ্রিয়তার পেছনে কারণ হিসেবে কাজ করে।
রোমাঞ্চকর মুহূর্তকে যারা ক্যামেরাবন্দি করতে যারা ভালোবাসেন কিংবা সমাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে নিজের প্রতিদিনের কর্মকাণ্ড বন্ধুদের সাথে ভাগাভাগি করতে চান তাদের পছন্দের শীর্ষে রয়েছে এ সিরিজের ডিভাইসগুলো। গ্যালাক্সি এ৩০ ও এ৩০এস ডিভাইসের পূর্বসূরি হিসেবে স্যামসাং সম্প্রতি পিকাবুতে (https://bit.ly/3f9vnDJ) গ্যালাক্সি সিরিজের নতুন ডিভাইস গ্যালাক্সি এ৩১ উন্মোচন করেছে।
হাই রেজ্যুলেশন মোবাইল ফটোগ্রাফি
সম্প্রতি, অবমুক্ত হওয়া গ্যালাক্সি এ৩১ ডিভাইসটিতে হাই রেজ্যুলেশন মোবাইল ফটোগ্রাফির জন্য রয়েছে ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ। যেখানে রয়েছে ৮ মেগাপিক্সেলের ডেডিকেটেড আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ডেপথ সেন্সর, এবং ৫ মেগাপিক্সলের ম্যাক্রো সেন্সর। ফোনটিতে রয়েছে ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। স্মার্টফোনটির ক্যামেরা অপশনে রয়েছে লাইভ ফোকাস, প্রো মোড, নাইট, ফুড, সুপার স্লো-মো মোড এবং সিন অপ্টিমাইজার সহ নানান ফিচার।
পারফরমেন্স
ক্রেতাদের ফোন ব্যবহারের অভিজ্ঞতায় বিশেষ মাত্রা যোগ করতে ফোনটিতে রয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারি, সাথে দ্রুতগতির চার্জের জন্য ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। ডিভাইসটিতে রয়েছে শক্তিশালী ২ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসরসহ গেম বুস্টার (ডিভাইসটিতে এআই ভিত্তিক গেম বুস্টার থাকার কারণে ব্যবহারকারীর গেমিং অভিজ্ঞতা হবে অসাধারণ)। ৬ জিবি রমের এ ফোনটিতে রয়েছে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটিতে ওএস হিসেবে রয়েছে স্যামসাং এর নিজস্ব ওয়ান ইউআই ২।
মাল্টিমিডিয়া অভিজ্ঞতা
স্যামসাং গ্যালাক্সি এ৩১ এর আকর্ষণীয় ডিজাইন সহজেই ক্রেতাদের নজর কেড়ে নিবে। ব্যবহারকারীর ভিডিও দেখা বা গেম খেলার অভিজ্ঞতাকে আরও পরিপূর্ণ করবে ফোনটির ৬.৪ ইঞ্চির এফএইচডি+ এসঅ্যামোলেড ডিসপ্লে, সাথে ডলবি অ্যাটমস সাউন্ড। আরও দ্রুত ও সহজে ফোন আনলক করতে ডিভাইসটিতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ