প্রতি বছরেই কোরবানি ঈদের সময় ক্রেতাদের কাছে ফ্রিজের চাহিদা বৃদ্ধি পায়। কোরবানির মাংস সংরক্ষণ করার জন্য দরকার হয় ভালমানের ফ্রিজের। তাই আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে মিনিস্টার ফ্রিজের উপরে নিয়ে এসেছে আকর্ষণীয় অফার।
মিনিস্টারের সকল পণ্যগুলোর মধ্যে ফ্রিজ শীর্ষ তালিকাভুক্ত একটি পণ্য। মিনিস্টার ফ্রিজ সম্পূর্ণ দেশেই তৈরি একটি পণ্য; যাতে ব্যাবহার করা হয়েছে বিশ্বমানের প্রযুক্তি। বিভিন্ন দামে বিভিন্ন ধরনের ফ্রিজ তৈরি করে থাকে মিনিস্টার।
মিনিস্টারের রয়েছে বিভিন্ন দামের বিভিন্ন ধরনের ফ্রিজ। মূলত স্পেসিফিকেশন, আকৃতি, ডিজাইন ও বৈশিষ্ট্যের উপর নির্ভর করেই দামের ভিন্নতা হয়েছে। আসন্ন ঈদে বিশেষ মূল্যছাড়ে প্রায় অর্ধেক দামে ফ্রিজ দিচ্ছে মিনিস্টার। প্রতিটি ফ্রিজেই রয়েছে আকর্ষণীয় ছাড়। সর্বনিম্ন ১৫৯০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৮৫০০০ টাকার মধ্যে পাওয়া যাবে মিনিস্টারের ফ্রিজ।
মিনিস্টার তাদের প্রতিটি ফ্রিজে যুক্ত করেছে এমন সব প্রযুক্তি যা-
• সঠিক তাপমাত্রা-হিমায়িত খাবারের ভিটামিন এবং দীর্ঘ সময় সংরক্ষণ করার জন্য উপযুক্ত তাপমাত্রা বজায় রাখে। সম্পূর্ণ অটোমেটিকভাবে ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে প্রতিটি ফ্রিজ।
• ৬৬% এনার্জি সেভিং-এনার্জি সেভিং কমপ্রেসর ব্যবহার করে, ফোমিংয়ের ঘনত্ব ৩৬ কে / এম ৩ (জার্মান রাসায়নিক) বজায় রাখে এবং এনার্জি সেভিং রেফ্রিজারেন্ট (আর ৬০০ এ) ব্যবহার করে যার ফলে মিনিস্টারের প্রতিটি ফ্রিজ হয় বিদ্যুৎ সাশ্রয়ী যা আপনাকে আপনার বাড়তি বিলের চিন্তা থেকে মুক্ত রাখে।
• খাদ্য গ্রেড কোরিয়ান রেসিন-প্লাস্টিকের আইটেম তৈরির জন্য খাদ্য গ্রেড কোরিয়ান রেসিন ব্যবহার করে।
• অ্যান্টি-ফাঙ্গাল ডোর-ফ্রিজ সহজে পরিস্কার করার জন্য ব্যবহার করা হয়েছে অ্যান্টি-ফাঙ্গাল ডোর গ্যাসকেট যেন ডোর ফাঙ্গালমুক্ত থাকে।
• উন্নত টেম্পার্ড গ্লাস ডোর-ধাক্কা সহন করার জন্য উচ্চ টেম্পার্ড গ্লাস ডোর ব্যবহার করা হয়েছে যেন সহজেই ফ্রিজের দরজার কোনো ক্ষতি না হয়।
মিনিস্টার তাদের প্রত্যেকটি ফ্রিজের কম্প্রেসারে দিচ্ছে ১২ বছরের গ্যারান্টি। সাধারণত যেকোনো ফ্রিজের কম্প্রেসার নিয়েই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, সেখানে মিনিস্টার ক্রেতাদের সুবিধার্থে দিচ্ছে এই গ্যারান্টি। তাই ক্রেতারা সম্পূর্ণ আস্থার সাথেই কিনতে পারবেন মিনিস্টারের পণ্য।
আগ্রহী ক্রেতারা মিনিস্টারের যেকোনো শোরুম থেকেই কিনতে পারবেন আকর্ষণীয় অফারের এসকল ফ্রিজ। সারাদেশে সর্বমোট ১০৬ টি শোরুম রয়েছে মিনিস্টারের। তবে এই অফারটি শুধুমাত্র ক্যাশ ব্যবহার করে যারা কিনবেন তাদের জন্য প্রযোজ্য। যে সকল ক্রেতারা ক্রেডিট অথবা ডেবিট কার্ড ব্যবহার করবেন তাদের ২.৫% অতিরিক্ত চার্জ বহন করতে হবে। ক্রেতাদের সুবিধার্থে মিনিস্টার হোম ডেলিভারি ব্যবস্থাও চালু রেখেছে।
দাম ও অফারের বিস্তারিত জানতে ভিজিট করুন - https://ministerbd.com/product-category/home-appliances/refrigerator/ ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন