ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী বাজারে মাস্ক বিতরণ করল বিয়ন্ড বাউন্ডারি। এ সময় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়ের প্রধান জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করেন।
তিনি করোনাভাইরাস ঝুঁকিমুক্ত থাকতে জনসাধারণকে সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করেন। অনুষ্ঠানে বিয়ন্ড বাউন্ডারি ট্রাভেলিং ক্লাবের জেনারেল সেক্রেটারি মনিরুজ্জামান চৌধুরীসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার