আধুনিক কৃষি যন্ত্রের উদ্যোক্তা হয়ে জীবন বদলে গেছে মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরুণ রকিবুল ইসলামের। মেটালের এফএম ওয়ার্ল্ড কম্বাইন হার্ভেস্টার ক্রয় করে তা নিয়ে নিজের ও পার্শ্ববর্তী জেলার মানুষের কাছে পৌঁছে গেছেন তিনি। মাঠের কৃষকের ফসল কম সময়ে ও সাশ্রয়ী খরচে একই যন্ত্রে কেটে মাড়াই-ঝাড়াই ও বস্তাবন্দী করে দেয় এই কম্বাইন হার্ভেস্টার। আধুনিক কৃষিযন্ত্রের মাঠপর্যায়ের কৃষকের এমন আগ্রহ-ই রকিবুলকে সফল কৃষি যন্ত্রের উদ্যোক্তা করে তুলেছে।
২০১৩ সালে উচ্চমাধ্যমিকের গন্ডি পেরিয়ে পার্ট টাইম চাকরি শুরু করেছিলেন রকিবুল ইসলাম। কিন্তু ধরাবাঁধা চাকরিতে মন বসেনি রকিবুলের। গ্রামের মাটির কাছে ফিরে আসতে তিনি শুরু করেন সার, কীটনাশক আর বীজের ব্যবসা। তবে সেখানে সফল হওয়ার পথে নানা বাধায় থমকে যান রকিবুল।
এরই মাঝে জানতে পারেন মেটালের এফএম ওয়ার্ল্ড কম্বাইন হার্ভেস্টার সম্পর্কে। সরকারি কৃষি ভর্তুকির সাহায্যে এই হার্ভেস্টার কিনে নতুন করে কাজ শুরু করেন রকিবুল। নিজ গ্রামের কৃষকদের কাছে তিনি নিয়ে আসেন অত্যাধুনিক কৃষি প্রযুক্তিতে তৈরি মেটালের এফএম ওয়ার্ল্ড কম্বাইন হার্ভেস্টার। মাত্র ১৫০০ টাকা খরচে ঘণ্টায় দেড় একর জমির ধান কেটে একই সাথে মাড়াই-ঝাড়াই ও বস্তাবন্দী করা যায় এই হার্ভেস্টারে। মাঠে ফসলেও মৌসুমে যখন কৃষি শ্রমিক পাওয়া যায় না, তখন এই হার্ভেস্টার নিয়েই রকিবুল পৌঁছে যান কৃষকের দোরগোড়ায়।
আধুনিক কৃষিযন্ত্রের সেবার এই উদ্যোগে সফল হয়ে রকিবুলের পথচলায় আরও যুক্ত হয়েছে ৩টি কম্বাইন হার্ভেস্টার। মেটালের এফএম ওয়ার্ল্ড কম্বাইন হার্ভেস্টার ব্যবহার করে সনাতন পদ্ধতির চেয়ে ৪০% কম খরচে ফসল ঘরে তুলতে পারছে কৃষক। এছাড়া মাঠ পর্যায়ে এই যন্ত্র পরিচালনার জন্য মেটালের আছে নিবেদিত সার্ভিস ও ট্রেনিং লোকবল। যে কোন সমস্যায় সবসময় সাহায্য নিয়ে প্রস্তুত তারাও।
কম্বাইন হার্ভেস্টারের সাথে থেকে দিন বদলে যেতে শুরু করে রকিবুলের। গ্রামের সমস্ত কৃষকের জীবনেও আসছে পরিবর্তনের ছোঁয়া। আধুনিক প্রযুক্তি ব্যাবহার করে ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি এ শ্রম ও সময় কম লাগায় কৃষক লাভবান হতে থাকে। আর ব্যবসায়িক ভাবে লাভবান হতে থাকে রকিবুল।
রকিবুল ইসলাম এখন এক সফল উদ্যোক্তার নাম। বদলে গেছে রকিবুল ইসলামের জীবনযাপন। রকিবুল এখন আত্মবিশ্বাসী। ভবিষ্যতে প্রান্তিক কৃষকের মাঝে এমন আরও অনেক সেবা নিয়ে কাজ করতে চায় সে। দেশের এমন অসংখ্য রকিবুলের পাশে থেকে কৃষি ও কৃষকের উত্তরণে কাজ করে যেতে চায় মেটাল।
বিডি প্রতিদিন/ফারজানা