বাংলাদেশের করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষকে মুখে মাস্ক ব্যবহার করার ব্যাপারে উৎসাহিত ও অনুপ্রাণিত করতে সেন্টার ফ্রেশ নতুন একটি উদ্যোগ নিয়েছে।
গুলশান ১, বনানী বাজার, বনানী ১১, গ্রীন রোড , মিরপুর ১, ১০, ১১ ও ১২- তে অবস্থিত স্বপ্ন আউটলেট থেকে কেনাকাটার সময় যারা মুখে মাস্ক ব্যবহার করছেন, সেন্টার ফ্রেশ তাদেরকে আউটলেট থেকে বের হবার সময় ৪টি করে সেন্টার ফ্রেশ উপহার হিসেবে দিচ্ছে। উপহার পাওয়া অনেকেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
সেন্টার ফ্রেশ ব্যবহারে অনেকক্ষণ ধরে মাস্ক ব্যবহার করার সময় মুখে সতেজতা বজায় থাকবে ও অস্বস্তি বোধ দূর হবে।
"লাইফের জার্নিতে চাই কনফিডেন্স আর ফ্রেশনেস। তাই সাথে রাখো সেন্টার ফ্রেশ, যা দেয় মাস্কের পেছনেও ফ্রেশনেস যখন তখন"- এই ট্যাগলাইন নিয়েই সেন্টার ফ্রেশ মাস্ক ব্যবহারে সাধারণ জনগণকে উৎসাহিত করছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ