আইপিডিসি ফাইন্যান্স এবং বাংলাদেশ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সোসাইটি যৌথভাবে একটি অনলাইন অনুষ্ঠানে বাংলাদেশ সাপ্লাই চেইন এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২০ ঘোষণা করেছে। এ বছর সর্বমোট ১৫ প্রতিষ্ঠান ও ব্যক্তিত্ব বিএসসিইএ স্বীকৃতি অর্জন করেন। যেখানে ১১টি ক্যাটাগরিতে ১২ বিজয়ী ও তিনটি স্পেশাল মেনশন রয়েছে।
প্রাতিষ্ঠানিকভাবে নিত্যনতুন উদ্ভাবনী কৌশল গ্রহণের কল্যাণে বর্তমানে বাংলাদেশে সাপ্লাই চেইন ইকোসিস্টেম বিকশিত হচ্ছে। আর এই খাতের রূপান্তরে ভূমিকা রাখা প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দিতে বাংলাদেশ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সোসাইটির সঙ্গে যৌথ উদ্যোগে আইপিডিসি ফাইন্যান্স ২০১৮ সালে প্রবর্তন করেছিল সাপ্লাই চেইন এক্সিলেন্স অ্যাওয়ার্ড।
এ বছর তৃতীয়বারের মতো সম্মানজনক এই পুরস্কারটি প্রদান করা হয়। গতকাল মঙ্গলবার আয়োজনটি আইপিডিসি ফাইন্যান্সের অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার করা হয়।
এই আয়োজনের নলেজ পার্টনার হিসেবে সম্পৃক্ত ছিল ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এডুকেশন অ্যালায়েন্স (আইএসসিএএ)। সংগঠনটির রিজিওনাল সিইও এজাজুর রহমান অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও এমডি কেদার লেলে বলেন, ‘এ রকম মহামারি আমাদের কারো প্রত্যাশায়ই ছিল না। কিন্তু এ রকম একটি বছর প্রতিষ্ঠানগুলো মোকাবেলা করেছে যেসব নায়কের কল্যাণে তাঁরা হলেন আমাদের প্রতিষ্ঠানের সাপ্লাই চেইন পেশাদাররা।’
আইপিডিসি ফাইন্যান্সের এমডি ও সিইও মমিনুল ইসলাম বলেন, ‘সাপ্লাই চেইন বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশকে আরো সক্ষম করতে যে ধরনের দক্ষতা ও উৎপাদনশীলতা দরকার তার উন্নয়নে মূল ভূমিকা রাখবে। এ জন্যই তিন বছর আগে এই পুরস্কারটি যৌথভাবে প্রবর্তন করে বিএসসিএমএস এবং আইপিডিসি ফাইন্যান্স।’
বিএসসিএমএসের সভাপতি নকিব খান বলেন, ‘এই বছরটি সবার জন্যই এক অভাবনীয় বছর এবং সংকট চলাকালীন সাপ্লাই চেইন ছিল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাতের একটি।’
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের এমডি শেহজাদ মুনিম, বার্জার পেইন্টস বাংলাদেশের এমডি রূপালী চৌধুরী, অ্যাপেক্স ফুটওয়্যারের চিফ অপারেটিং অফিসার সুদর্শন রেড্ডি, ম্যারিকো বাংলাদেশের এমডি আশীষ গোপাল, রেকিট বেনকিজারের (বাংলাদেশ) এমডি বিশাল গুপ্ত, সাপ্লাই চেইন অ্যালায়েন্সের সভাপতি আবির আহমেদ রাব্বি।
সাপ্লাই চেইন এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বিজয়ী : অ্যাপেক্স ফুটওয়্যার ও ম্যারিকো বাংলাদেশ গ্রাহকসেবা, পণ্যের গুদাম ব্যবস্থাপনা ও বিতরণে দক্ষতার জন্য যৌথভাবে পুরস্কার জিতেছে। রেকিট বেনকিজার (বাংলাদেশ) লজিস্টিকস অ্যান্ড ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে পুরস্কার গ্রহণ করেছে।
সরবরাহ চেইনের প্রসারের জন্য সাপ্লাই চেইন কোলাবরেশন অ্যান্ড পার্টনারিং পুরস্কারটি জিতে নিয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ। সাপ্লাই চেইন ফাইন্যান্স ম্যানেজমেন্ট ও সাপ্লাই চেইন প্ল্যানিং প্রসেস—এই দুটি পুরস্কার অর্জন করে ম্যারিকো বাংলাদেশ। টেকসই পেপার ও প্লাস্টিক প্যাকেজিং প্রজেক্টের জন্য ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড পুরস্কার অর্জন করে।
সাপ্লাই চেইন ট্যালেন্ট ডেভেলপমেন্ট পুরস্কার পেয়েছে সাপ্লাই চেইন অ্যালায়েন্স। টেকনোলজি অ্যাজ সাপ্লাই চেইন এনাবলার অ্যাওয়ার্ড অর্জন করেছে বার্জার পেইন্টস বাংলাদেশ।
বিডি প্রতিদিন/আবু জাফর