জামালপুর জেলার বকশীগঞ্জে সম্পূর্ণ অনলাইন সুবিধা নিয়ে রূপালী ব্যাংক লিমিটেডের ৫৮১ তম শাখা উদ্বোধন করা হয়েছে।
গত ২৭ ডিসেম্বর (রবিবার) ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি রূপালী ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন এমপি এবং ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন শাখার উদ্বোধন করেন।
এতে অন্যদের মধ্যে ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান ও মোহাম্মদ জাহাঙ্গীর, জি এম অশোক কুমার সিংহ রায়, মো. শফিকুল ইসলাম ও ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের জি এম উত্তম কুমার পাল, বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারসহ ব্যাংকের ঊর্ধতন কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ