সম্প্রতি রূপালী ব্যাংক লিমিটেডের রাজশাহী বিভাগের আওতাধীন পাবনা, বগুড়া, নওগাঁ ও রাজশাহী অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের অংশগ্রণে বিভাগীয় সম্মেলন ও ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
রূপালী ব্যাংক রাজশাহী বিভাগীয় কার্যালয়ের জিএম কাজী আব্দুর রহমানের সভাপতিত্বে রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ অনলাইনে সম্মেলনের উদ্বোধন ঘোষনা করেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের আওতাধীন ৭৪জন শাখা ব্যবস্থাপক, জোনাল ম্যানেজার, বিভাগীয় ইনচার্জ এবং অন্যান্য নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সম্মেলনের প্রধান অতিথি রূপালী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর।
বিডি প্রতিদিন/ অন্তরা কবির