সম্প্রতি গুলশানের একটি অভিজাত হোটেলে মিনিস্টার গ্রুপ এবং ধামাকা শপিং এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মিনিস্টার গ্রুপ এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন নির্বাহী পরিচালক গোলাম শাহরিয়ার কবীর এবং ধামাকা শপিং এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন চিফ অপারেটিং অফিসার সিরাজুল ইসলাম রানা।
অনুষ্ঠানে মিনিস্টার গ্রুপ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন কর্পোরেট সেলস হেড বদরুল আলম চৌধুরী শোয়েব, এসিসটেন্ট ডিরেক্টর- একাউন্টস মীর মোস্তাকির রহমান ও মিনিস্টার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এসময় ধামাকা শপিং এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজার, কর্পোরেট সেলস কে এম ইলিয়াস এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
এখন থেকে ধামাকা শপিং এর অনলাইন সাইট থেকে মিনিস্টার গ্রুপের উৎপাদিত সকল ইলেকট্রনিক্স এবং হিউম্যান কেয়ার পণ্য ক্রেতারা সহজেই ক্রয় করতে পারবেন বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর