ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘বিশ্ব বাণিজ্য এবং বাংলাদেশ’ শিরোনামে পাবলিক লেকচার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের 'মঞ্জুর এলাহী' অডিটোরিয়ামে এই বক্তৃতা অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন প্রখ্যাত অর্থনীতিবিদ, অধ্যাপক ড. এম জি কিবরিয়া।
তার বক্তব্যে ড. কিবরিয়া দেশের অর্থনৈতিক গতিধারা পরিবর্তনের তাগিদ দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য, অধ্যাপক ড. শামস রহমান। এছাড়া, শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য প্রশ্নত্তোর পর্ব ছিল। অনুষ্ঠানে দেশের অর্থনীতিবিদ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, উপ-উপাচার্য, শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/নাজমুল