পবিত্র রমজানের প্রস্তুতি শুরু হয়েছে। ফি-বছরের মতোই এর মধ্যেই চিন্তার ভাঁজ পড়েছে সব শ্রেণি-পেশার মানুষের কপালে। ইতোমধ্যেই রমজানের প্রভাব পড়তে শুরু করেছে নিত্যপণ্যের বাজারে। দাম বেড়েছে সবজি, মাছ-মাংস, মুরগি, ডিমসহ নানা পণ্যের। বেগুন এখনই ৬০ থেকে ৮০ টাকা কেজি। শসা ৫০ থেকে ৭০। ইফতারিতে এগুলোর চাহিদা থাকে বলে দাম কোন উচ্চতায় পৌঁছাবে ভাবতেই উদ্বিগ্ন হতে হচ্ছে। এ ছাড়া চিড়া-মুড়ি, ছোলা-বুট, ফলমূল, খেজুরের দাম নিয়ে উদ্বেগ তো রয়েছেই। প্রতি বছর রমজানে ইফতারের উপাদানগুলোর মূল্যবৃদ্ধি যেন অনিবার্য ঘটনায় পরিণত হয়। রমজান উপলক্ষে আমদানি বাড়ালেও স্বস্তি নেই বাজারে। মুনাফা অর্জনের উদ্দেশে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ভোক্তাদের পকেট কাটার মচ্ছবের আয়োজন করেছেন এমন অভিযোগ অনেকের। ব্যবসায়ী মহল তাদের হাজারো সমস্যা-সংকট, আমদানি-রপ্তানির সুবিধা-অসুবিধা, ডলারের মূল্যবৃদ্ধি, এলসি খোলার জটিলতা ইত্যাদি তুলে ধরে। ভোক্তা বা ক্রেতাস্বার্থ রক্ষাকারী কর্তৃপক্ষ দৃশ্যত ভেজাল-নকল প্রতিরোধসহ পণ্যমূল্য নিয়ন্ত্রণে সচেষ্ট থাকে ঠিকই, তারপরও ক্রেতার দুর্গতি দূর হয় না। বিভিন্ন দেশে শোনা যায়, রমজানে ব্যবসায়ীরা কম মুনাফায় সম্ভব সর্বনিম্ন মূল্যে পণ্য বিক্রি করেন। যেন রোজাদাররা পণ্যমূল্যে স্বস্তি পায়। তারা এটাকে ধর্মাচরণের অংশ বিবেচনা করেন। আমাদের দেশের বিচারে এসব গালগল্প মনে হয়। কিন্তু এই গল্পই কি সত্যি হতে পারে না? বর্ষপরিক্রমায় রমজান আসবে, এটা তো নির্ধারিত। ফলে ব্যবসায়ী সমাজ যদি যৌক্তিক সময় হাতে রেখেই চাহিদার পণ্য সংগ্রহ, আমদানি ও সরবরাহের প্রস্তুতি নিয়ে রাখে- তাহলে হঠাৎ সংকটের প্রশ্নই ওঠে না। দাম বাড়ানোর অজুহাতও খাটে না। সরকারের সংশ্লিষ্ট বিভাগ এবং সংস্থারও এ ব্যাপারে তাগাদা, তদারকি, প্রয়োজনীয় প্রণোদনার ব্যবস্থা নেওয়া উচিত। এ ক্ষেত্রে ভোক্তাদেরও ভূমিকা আছে। সংযম সাধনার মাসে ভোগ্যপণ্যের চাহিদা যথাসম্ভব সীমিত পর্যায়ে রেখে সিয়াম পালন ধর্মপ্রাণ মুসলমানের কর্তব্য। সার্বিকভাবে রোজার বাজার সহনীয় রাখতে সব মহলের সক্রিয় পদক্ষেপ ও প্রচেষ্টা জারি রাখা জরুরি।
শিরোনাম
- আমেরিকায় নদীতে বিমান বিধ্বস্ত, নিহত ৩
- ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি
- ঐশ্বরিয়ার কথাতেই থেমে যায় অভিষেকের রাগ
- বিএনপি আন্তরিকতার সঙ্গে সংস্কার কমিশনকে সহযোগিতা করছে : সালাহউদ্দিন
- চকবাজারে বিদ্যুৎস্পৃষ্টে প্লাস্টিক কারখানার কর্মীর মৃত্যু
- ৭০তম জন্মদিনে মহাকাশ থেকে ফিরলেন আমেরিকার প্রবীণতম নভোচারী
- ইসরায়েলি অভিনেত্রী থাকায় নিষিদ্ধ ‘স্নো হোয়াইট’
- ‘বাবার মুখ পুড়িয়ে দিয়েছো’, প্রথম ছবির পর পরিবারের ক্ষোভ
- নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা দিল অ্যাটর্নি জেনারেল অফিস-সুপ্রিম কোর্ট বার
- আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জন ট্রাইব্যুনালে
- প্রতারণা, কনের বদলে বিধবা মাকে বিয়ে!
- বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আইন উপদেষ্টা
- পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক শেষে যা জানাল ইরান
- ‘কেশরী চ্যাপ্টার টু’ দিয়েই কি অক্ষয়ের কামব্যাক?
- ২০০ মিয়ানমার নাগরিক পালিয়ে থাইল্যান্ডে এসেছে, দাবি থাই কর্তৃপক্ষের
- রহস্যময় 'পিরামিড' আবিষ্কার, বদলে দিতে পারে ইতিহাসকে
- নাইজেরিয়ায় সন্দেহভাজন পশুপালকদের হামলায় নিহত ১৭
- 'বেবি এবি'খ্যাত ব্রেভিসকে দলে নিয়েছে চেন্নাই
- ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে পারে আমেরিকা
- জেমসের ‘চ্যাপ্টার টু’ কনসার্ট ডালাসে
রোজার বাজার
স্বস্তি কামনা সবার
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর