দেশজুড়ে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ। ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সরদারের উপমা হয়ে দাঁড়িয়েছে মেডিকেল কলেজগুলো। বিগত পৌনে ১৬ বছরের কর্তৃত্ববাদী শাসনে মন্ত্রী, এমপি ও আওয়ামী নেতাদের সুপারিশে ৫২টি সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজ ২০টি আর বেসরকারি ৫২টি। এর মধ্যে ভুয়া নির্বাচনের বছর হিসেবে পরিচিত ২০১৪ সালেই অনুমতি দেওয়া হয়েছে ১৬টি মেডিকেল কলেজের। দেশে যে কটি সরকারি মেডিকেল কলেজ আছে সেগুলো চালানোর মতো পর্যাপ্ত শিক্ষকের অভাব বাংলাদেশে প্রকট। একের পর এক বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন লুটেরা মনোভাবের অধিকারী কিছু লোকের টাকা আয়ের সুযোগ করে দিলেও এগুলো থেকে বের হওয়া শিক্ষার্থীরা চিকিৎসক হিসেবে আস্থা অর্জন করতে পারছেন না, রোগীদের কাছ থেকে। স্মর্তব্য জেলায় জেলায় মেডিকেল কলেজ করার ঘোষণা ছিল আওয়ামী লীগ সরকারের। মন্ত্রী-এমপিসহ প্রভাবশালী ব্যক্তিরা নিজের এলাকায় ইচ্ছামতো মেডিকেল কলেজের অনুমোদন নিয়েছেন। এমনকি মেডিকেল কলেজ নিজের সংসদীয় আসনে নিতে পাশাপাশি আসনের দুই এমপির মধ্যে দ্বন্দ্বের ঘটনাও ঘটেছে সিরাজগঞ্জে। পরিকল্পনা ছাড়াই ইচ্ছামতো অনুমোদন নিয়ে গড়ে তোলা এসব প্রতিষ্ঠানে নেই প্রয়োজনীয় ক্লাসরুম, ল্যাব, শিক্ষক ও আনুষঙ্গিক সামগ্রী। এসব প্রতিষ্ঠানে ভর্তি হয়ে শিক্ষার্থীরা পড়েছেন বিপাকে। সংকট অব্যবস্থাপনায় সরকারি মেডিকেলের মধ্যে নেত্রকোণা মেডিকেল কলেজ, চাঁদপুর মেডিকেল কলেজ, নওগাঁ মেডিকেল কলেজ, নীলফামারী মেডিকেল কলেজ, মাগুরা মেডিকেল কলেজ, হবিগঞ্জ মেডিকেল কলেজের অবস্থা শোচনীয়। বেশির ভাগ বেসরকারি মেডিকেল কলেজের বিরুদ্ধেও রয়েছে একই ধরনের অভিযোগ। ঢালাওভাবে বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন স্বাস্থ্য খাতে নৈরাজ্য সৃষ্টি করেছে। সরকারি মেডিকেলে ভর্তি হওয়ার ক্ষেত্রে অযোগ্যরা বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠানে ভর্তি হয়ে উদ্যোক্তাদের পকেট ভারী করলেও তাদের কাছ থেকে জাতির ভালো কিছু প্রত্যাশার সুযোগ নেই। এ বিষয়ে কর্তাব্যক্তিদের কুম্ভকর্ণের ঘুম ভাঙা দরকার।
শিরোনাম
- চকবাজারে বিদ্যুৎস্পৃষ্টে প্লাস্টিক কারখানার কর্মীর মৃত্যু
- এক সপ্তাহ ধরে লোডশেডিংয়ে নাকাল চট্টগ্রামবাসী
- ৭০তম জন্মদিনে মহাকাশ থেকে ফিরলেন আমেরিকার প্রবীণতম নভোচারী
- ইসরায়েলি অভিনেত্রী থাকায় নিষিদ্ধ ‘স্নো হোয়াইট’
- ‘বাবার মুখ পুড়িয়ে দিয়েছো’, প্রথম ছবির পর পরিবারের ক্ষোভ
- নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা দিল অ্যাটর্নি জেনারেল অফিস-সুপ্রিম কোর্ট বার
- আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জন ট্রাইব্যুনালে
- প্রতারণা, কনের বদলে বিধবা মাকে বিয়ে!
- বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আইন উপদেষ্টা
- পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক শেষে যা জানাল ইরান
- ‘কেশরী চ্যাপ্টার টু’ দিয়েই কি অক্ষয়ের কামব্যাক?
- ২০০ মিয়ানমার নাগরিক পালিয়ে থাইল্যান্ডে এসেছে, দাবি থাই কর্তৃপক্ষের
- রহস্যময় 'পিরামিড' আবিষ্কার, বদলে দিতে পারে ইতিহাসকে
- নাইজেরিয়ায় সন্দেহভাজন পশুপালকদের হামলায় নিহত ১৭
- 'বেবি এবি'খ্যাত ব্রেভিসকে দলে নিয়েছে চেন্নাই
- ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে পারে আমেরিকা
- জেমসের ‘চ্যাপ্টার টু’ কনসার্ট ডালাসে
- অস্ত্র ত্যাগ করবে না হিজবুল্লাহ, ইসরায়েলকে হুঁশিয়ারি দিলেন নাঈম কাশেম
- ভাতেও মিলল আর্সেনিক, এশিয়ানদের জন্য সতর্কবার্তা
- ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো ৭০০ কোটি মানবিক হৃদয়ের দায়িত্ব
মেডিকেল কলেজ
অব্যবস্থাপনার অবসান কাম্য
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর