এ বছর স্বস্তিদায়ক পরিবেশে ঈদ পালিত হয়েছে সারা দেশে। সরকারের পক্ষ থেকে ঈদে আইনশৃঙ্খলা সুরক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছিল। সে আশ্বাসের ওপর যারা আশ্বস্ত হতে পারেননি তারাও স্বীকার করেছেন, এবারের ঈদ ছিল দেড় দশকের মধ্যে সবচেয়ে স্বস্তিকর। ঈদে রাজধানী ছেড়েছিল প্রায় দেড় কোটি মানুষ। বাড়তি মানুষের চাপ থাকা সত্ত্বেও সড়ক, রেল ও নৌপথে এবার স্বস্তির আবহ ছিল দেশজুড়ে। সড়কপথে টিকিট কালোবাজারি হয়নি বললেই চলে। রেলপথেও ছিল স্বস্তির ধারা। নৌপথেও যাত্রীদের জিম্মি হতে হয়নি লঞ্চ মালিক ও কর্মচারীদের হাতে। ঈদে রাজধানীর আইনশৃঙ্খলা নিয়ে যে আশঙ্কা ছিল, তা এড়িয়ে যাওয়া সম্ভব হয়েছে সংশ্লিষ্টদের আন্তরিকতার কারণে। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে রাজধানীর আইনশৃঙ্খলা নিয়ে চলছিল অসন্তুষ্ট হওয়ার মতো অবস্থা। চুরি, ডাকাতি, ছিনতাই বেড়ে গিয়েছিল ভয়াবহভাবে। যা কর্তৃত্ববাদী সরকারের পৌনে ১৬ বছরেও দেখা যায়নি। ফলে ঈদে রাজধানীর নিরাপত্তায় পুলিশ প্রশাসনের আশ্বাসে মানুষ আগেভাগে আস্থা রাখতে না পারলেও কার্যত সবার জন্য সুখবর যে, ঈদে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। বিভিন্ন মহাসড়কের নিরাপত্তায়ও আইনশৃঙ্খলা বাহিনী সাফল্যের পরিচয় দিয়েছে। আমরা এই কলামে বারবার বলেছি, কোনো সরকারের কাছে দেশবাসীর প্রত্যাশা দুটি ক্ষেত্রে সবচেয়ে বেশি। এর একটি হলো নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ এবং অন্যটি আইনশৃঙ্খলা। দুটি ক্ষেত্রেই বর্তমান সরকারের সাফল্য প্রশ্নবিদ্ধ হয়ে পড়ায় তা কার্যত গত আট মাস ধরে পতিত স্বৈরাচারের জন্য বর বলে বিবেচিত হয়েছে। মাহে রমজানে নিত্যপণ্যের দাম সামলে রাখার পর ঈদে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের সাফল্য সাধারণ মানুষের আস্থা সৃষ্টিতে অবদান রাখবে বলে আশা করা যায়। আমরা আশা করব, স্বস্তিদায়ক ঈদ উদযাপনের সাফল্যে আত্মগর্বে ভোগার বদলে এটিকে সর্বক্ষেত্রে শৃঙ্খলা ফেরানোর অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করা হবে। ঈদ মানে আনন্দ- এটি বাস্তবে রূপ নিতে আগামীর প্রতিটি ঈদেও সব অনিয়মের বিরুদ্ধে প্রশাসনকে শক্ত থাকতে হবে।
শিরোনাম
- এক সপ্তাহ ধরে লোডশেডিংয়ে নাকাল চট্টগ্রামবাসী
- ৭০তম জন্মদিনে মহাকাশ থেকে ফিরলেন আমেরিকার প্রবীণতম নভোচারী
- ইসরায়েলি অভিনেত্রী থাকায় নিষিদ্ধ ‘স্নো হোয়াইট’
- ‘বাবার মুখ পুড়িয়ে দিয়েছো’, প্রথম ছবির পর পরিবারের ক্ষোভ
- নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা দিল অ্যাটর্নি জেনারেল অফিস-সুপ্রিম কোর্ট বার
- আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জন ট্রাইব্যুনালে
- প্রতারণা, কনের বদলে বিধবা মাকে বিয়ে!
- বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আইন উপদেষ্টা
- পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক শেষে যা জানাল ইরান
- ‘কেশরী চ্যাপ্টার টু’ দিয়েই কি অক্ষয়ের কামব্যাক?
- ২০০ মিয়ানমার নাগরিক পালিয়ে থাইল্যান্ডে এসেছে, দাবি থাই কর্তৃপক্ষের
- রহস্যময় 'পিরামিড' আবিষ্কার, বদলে দিতে পারে ইতিহাসকে
- নাইজেরিয়ায় সন্দেহভাজন পশুপালকদের হামলায় নিহত ১৭
- 'বেবি এবি'খ্যাত ব্রেভিসকে দলে নিয়েছে চেন্নাই
- ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে পারে আমেরিকা
- জেমসের ‘চ্যাপ্টার টু’ কনসার্ট ডালাসে
- অস্ত্র ত্যাগ করবে না হিজবুল্লাহ, ইসরায়েলকে হুঁশিয়ারি দিলেন নাঈম কাশেম
- ভাতেও মিলল আর্সেনিক, এশিয়ানদের জন্য সতর্কবার্তা
- ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো ৭০০ কোটি মানবিক হৃদয়ের দায়িত্ব
- ফিলিস্তিনি প্রধানমন্ত্রীকে পশ্চিম তীর সফরের অনুমতি দিল না ইসরায়েল
স্বস্তিদায়ক ঈদ
শৃঙ্খলা ফিরুক সব ক্ষেত্রে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর