প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব অর্পণ করা হয়েছে। বিমসটেক বঙ্গোপসাগরের তীরবর্তী দেশগুলোর আঞ্চলিক গ্রুপ। এ গ্রুপের যথেষ্ট সক্ষমতা থাকার কথা থাকলেও দুই দশকেও তা অর্জিত হয়নি। ড. ইউনূস নেতৃত্ব গ্রহণের পর সংগঠনটি সক্রিয় করার ব্যাপারে বিশেষ জোর দেবেন এমনটিই আশা করা যায়। এ অঞ্চলের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি, আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ আঞ্চলিক সংগঠনগুলো কার্যকর করার কথা বলে আসছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই। বৃহস্পতিবার ব্যাংককে বিমসটেক ইয়ং জেনারেশন ফোরামে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি নিজে মাত্র এক ডলার ঋণ দিয়ে কীভাবে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন, সে কাহিনিও তুলে ধরেন। তরুণদের উদ্দেশে বলেন, এ প্রজন্মের তরুণরা পৃথিবীর যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী। তরুণরা চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে পারলেই কেবল টেকসই উন্নয়ন সম্ভব হবে। এজন্য শুরুতে ক্ষুদ্রপরিসরে ব্যবসা চালু করা যেতে পারে। রাতারাতি সবকিছু পরিবর্তন করা যাবে না। তাই ছোট পরিসরে শুরু করে পরিবর্তনের সূচনা করা ভালো। শুরুতে বড় পরিসরে ব্যবসা চালু করাকে ভুলপথ বলে অভিহিত করেন তিনি। সবার জন্য টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তরুণদের সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান জানান বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা। বলেন, বিমসটেকে এটি তাঁর প্রথম বৈঠক। আর এর শুরুটাই হয়েছে তরুণদের সঙ্গে সাক্ষাৎ করে। তিনি তরুণদের কাছ থেকে অনুপ্রেরণা নেওয়ার চেষ্টা করেন এবং তা তাঁকে তরুণদের চোখে দেখা পথে চলতে সহায়তা করে। বিমসটেকে তাঁর যাত্রা তরুণদের মাধ্যমে শুরু হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। বিমসটেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ বঙ্গোপসাগরীয় এলাকার মানুষের কল্যাণে পারস্পরিক সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে পারবে, এটি একান্তই প্রত্যাশিত।
শিরোনাম
- ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি
- ঐশ্বরিয়ার কথাতেই থেমে যায় অভিষেকের রাগ
- বিএনপি আন্তরিকতার সঙ্গে সংস্কার কমিশনকে সহযোগিতা করছে : সালাহউদ্দিন
- চকবাজারে বিদ্যুৎস্পৃষ্টে প্লাস্টিক কারখানার কর্মীর মৃত্যু
- ৭০তম জন্মদিনে মহাকাশ থেকে ফিরলেন আমেরিকার প্রবীণতম নভোচারী
- ইসরায়েলি অভিনেত্রী থাকায় নিষিদ্ধ ‘স্নো হোয়াইট’
- ‘বাবার মুখ পুড়িয়ে দিয়েছো’, প্রথম ছবির পর পরিবারের ক্ষোভ
- নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা দিল অ্যাটর্নি জেনারেল অফিস-সুপ্রিম কোর্ট বার
- আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জন ট্রাইব্যুনালে
- প্রতারণা, কনের বদলে বিধবা মাকে বিয়ে!
- বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আইন উপদেষ্টা
- পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক শেষে যা জানাল ইরান
- ‘কেশরী চ্যাপ্টার টু’ দিয়েই কি অক্ষয়ের কামব্যাক?
- ২০০ মিয়ানমার নাগরিক পালিয়ে থাইল্যান্ডে এসেছে, দাবি থাই কর্তৃপক্ষের
- রহস্যময় 'পিরামিড' আবিষ্কার, বদলে দিতে পারে ইতিহাসকে
- নাইজেরিয়ায় সন্দেহভাজন পশুপালকদের হামলায় নিহত ১৭
- 'বেবি এবি'খ্যাত ব্রেভিসকে দলে নিয়েছে চেন্নাই
- ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে পারে আমেরিকা
- জেমসের ‘চ্যাপ্টার টু’ কনসার্ট ডালাসে
- অস্ত্র ত্যাগ করবে না হিজবুল্লাহ, ইসরায়েলকে হুঁশিয়ারি দিলেন নাঈম কাশেম
সামাজিক ব্যবসা
টেকসই উন্নয়নের পথ দেখাবে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর