যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক ঘোষণা ছিল হঠাকারী, অবিবেচনাপ্রসূত। যেমন তিনি বরাবরই বিভিন্ন ক্ষেত্রে বলে ও করে থাকেন। ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাণিজ্যে তোলপাড় শুরু হয়েছিল। রূপ নিতে যাচ্ছিল বাণিজ্যযুদ্ধের। আশার বিষয় যে দ্রুতই চীন ছাড়া সব দেশের ওপর আরোপিত শুল্ক ৯০ দিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। এতে অনেকটাই আপাত স্বস্তি ফিরেছে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিকারকসহ গোটা বিশ্বের বাণিজ্য অঙ্গনে। এর পেছনে তিনটি কারণ রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, মার্কিন জনগণের তীব্র ক্ষোভ, ব্যবসায়ী ও মিত্রদের চাপ এবং বিভিন্ন দেশের পাল্টা পদক্ষেপে শুল্ক প্রশ্নে থমকে যেতে বাধ্য হয়েছেন ট্রাম্প। তাঁর দলের বড় বড় নেতারাই তাঁকে সিদ্ধান্ত বদলের জন্য চাপ দিচ্ছিলেন। পাশাপাশি এর ফলে জীবনমান হুমকির মুখে পড়বে বলে বিভিন্ন রাজ্যে বিক্ষোভ করেন সাধারণ মার্কিনিরা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নতুন শুল্কহার কার্যকরের সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি পাঠিয়েছিলেন। বলা যায়, তাঁর অনুরোধ রেখেছেন ট্রাম্প। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট উল্লেখ করে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ড. মুহাম্মদ ইউনূস লিখেছেন, ‘আরোপিত শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত রাখার বিষয়ে আমরা যে অনুরোধ করেছিলাম, তাতে ইতিবাচক সাড়া দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার বাণিজ্য এজেন্ডার সমর্থনে আমরা আপনার প্রশাসনের সঙ্গে কাজ করা অব্যাহত রাখব।’ তবে স্থায়ীভাবে শুল্ক প্রত্যাহারে জোরালো কূটনৈতিক প্রচেষ্টা চালাতে হবে। দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে এ ক্ষেত্রে যৌক্তিকতা প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। এ ছাড়া এই সাময়িক স্থগিতাদেশ রপ্তানিকারকদের জন্য কিছুটা স্বস্তিদায়ক হবে। কারণ, এতে অর্ডার বাতিল বা স্থগিত হওয়ার আশঙ্কা আপাতত কমবে। ব্যবসায়িক ও সরকারি পর্যায়ে কৌশলগত প্রস্তুতি গ্রহণের কিছু সময়ও পাওয়া গেল, যা ভবিষ্যতে সম্ভাব্য শুল্ক চাপ মোকাবিলায় সহায়ক হতে পারে। ট্রাম্পের পরবর্তী সিদ্ধান্তের আগেই স্থায়ীভাবে শুল্ক-সমস্যার যৌক্তিক সমাধানে পৌঁছানো প্রয়োজন। এটাই আশা দেশের রপ্তানিকারকসহ ব্যবসায়ী সমাজের।
শিরোনাম
- বিএনপি আন্তরিকতার সঙ্গে সংস্কার কমিশনকে সহযোগিতা করছে : সালাহউদ্দিন
- চকবাজারে বিদ্যুৎস্পৃষ্টে প্লাস্টিক কারখানার কর্মীর মৃত্যু
- এক সপ্তাহ ধরে লোডশেডিংয়ে নাকাল চট্টগ্রামবাসী
- ৭০তম জন্মদিনে মহাকাশ থেকে ফিরলেন আমেরিকার প্রবীণতম নভোচারী
- ইসরায়েলি অভিনেত্রী থাকায় নিষিদ্ধ ‘স্নো হোয়াইট’
- ‘বাবার মুখ পুড়িয়ে দিয়েছো’, প্রথম ছবির পর পরিবারের ক্ষোভ
- নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা দিল অ্যাটর্নি জেনারেল অফিস-সুপ্রিম কোর্ট বার
- আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জন ট্রাইব্যুনালে
- প্রতারণা, কনের বদলে বিধবা মাকে বিয়ে!
- বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আইন উপদেষ্টা
- পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক শেষে যা জানাল ইরান
- ‘কেশরী চ্যাপ্টার টু’ দিয়েই কি অক্ষয়ের কামব্যাক?
- ২০০ মিয়ানমার নাগরিক পালিয়ে থাইল্যান্ডে এসেছে, দাবি থাই কর্তৃপক্ষের
- রহস্যময় 'পিরামিড' আবিষ্কার, বদলে দিতে পারে ইতিহাসকে
- নাইজেরিয়ায় সন্দেহভাজন পশুপালকদের হামলায় নিহত ১৭
- 'বেবি এবি'খ্যাত ব্রেভিসকে দলে নিয়েছে চেন্নাই
- ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে পারে আমেরিকা
- জেমসের ‘চ্যাপ্টার টু’ কনসার্ট ডালাসে
- অস্ত্র ত্যাগ করবে না হিজবুল্লাহ, ইসরায়েলকে হুঁশিয়ারি দিলেন নাঈম কাশেম
- ভাতেও মিলল আর্সেনিক, এশিয়ানদের জন্য সতর্কবার্তা
শুল্কে আপাত স্বস্তি
স্থায়ী যৌক্তিক সমাধান কাম্য
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর