ঢাকাই চলচ্চিত্রের প্রিয়দর্শিনী খ্যাত অভিনেত্রী মৌসুমী। যার অভিনয়ের কোনো জুড়ি নেই। তিনি নায়ক ওমর সানীর সহধর্মিণী। নব্বই দশকে নায়ক-নায়িকা হিসেবে আকাশছোঁয়া জনপ্রিয়তা ছিল তাঁদের। তাঁরা অভিনয়ে দীর্ঘদিন ধরে নিয়মিত না হলেও তাঁদের দর্শকপ্রিয়তা কিন্তু তিল পরিমাণও কমেনি। প্রায় দেড় বছর ধরে মৌসুমী রয়েছেন মার্কিন মুল্লুকে। এমন লম্বা সময় বিদেশে থাকায় এ প্রিয়দর্শিনীকে ভীষণভাবে মিস করছেন তাঁর অনুরাগীরা। তাঁদের প্রিয় নায়িকার খবর জানানোর জন্য মৌসুমীর মুঠোফোনে নক করলে তাঁকে পাওয়া যায়নি। অবশেষে দেশে থাকা তাঁর স্বামী ওমর সানীর সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁর কথায় বুঝতে বাকি রইল না যে, অনেকটা অভিমান করেই দেশের বাইরে রয়েছেন মৌসুমী। কীসের এমন অভিমান? ওমর সানী বলেন, এ দেশের চলচ্চিত্র জগতের কোনো মূল্য আছে, এখানকার শিল্পীদের কি কেউ মূল্যায়ন করে? দীর্ঘদিন ধরে আমাদের চলচ্চিত্র জগতের যে বাজে অবস্থা চলছে সে কথা সবাই জানে। একটা ভালো কাজের জন্য আমরা অপেক্ষায় থাকি, কিন্তু পাই না। এরপর শিল্পীদের নিয়ে নানা গসিপ, হয়রানিতো আছেই। বলতে গেলে অনেক কথাই বলতে হয়। কিন্তু আমি আর কিছু বলতে চাই না। শুধু বলব, এ অবস্থায় মৌসুমীর মতো একজন কিংবদন্তি অভিনয়শিল্পী কেন দেশে থাকবে। এটি আমাদের অভিমান বলতে পারেন। ২০২৩ সালের অক্টোবরে সর্বশেষ আমেরিকা যান মৌসুমী। এর আগে যতবারই গেছেন এক মাসের মধ্যেই ফিরেছেন; কিন্তু এবার প্রায় দেড় বছর হয়ে গেল, এখনো ফেরার নাম নেই। এ কারণে গুঞ্জন উঠেছে তবে কি মৌসুমীও আমেরিকায় স্থায়ী বসবাসের জন্য গ্রিন কার্ডের অপেক্ষায় আছেন। যদিও গ্রিন কার্ডের জন্য আবেদন করেছেন কি না, এ বিষয়ে তিনি বা তাঁর পরিবারের কেউ মুখ খোলেননি। ওমর সানী জানান, আমেরিকায় মৌসুমী তাঁর অসুস্থ মায়ের দেখাশোনা করছেন। একই সঙ্গে তাঁর ২১ বছর বয়সি কন্যা ফাইজাহ পড়াশোনা করছে। মা হিসেবে তাঁকেও সময় দিতে হচ্ছে মৌসুমীর। এর ফাঁকে বিভিন্ন ধরনের শোতেও অংশগ্রহণ এবং টুকটাক কাজ করছেন। ওমর সানী বলেন, ‘৮-৯ মাস পর আমি আমেরিকা যাব। তখন হয়তো মৌসুমীকে সঙ্গে নিয়ে আসব।’ গত বছর মৌসুমী অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবিগুলো হলো- জাহিদ হোসেনের ‘সোনার চর’, আশুতোষ সুজনের ‘দেশান্তর’ ও মির্জা সাখাওয়াত হোসেন পরিচালিত ‘ভাঙ্গন’। আমেরিকা যাওয়ার আগে সর্বশেষ তিনি একটি তেলের বিজ্ঞাপনেও মডেল হিসাবে কাজ করেন। জানা গেছে, আমেরিকায় মা ও মেয়ের দেখাশোনার পাশাপাশি শুটিং এবং শোতেও অংশ নিচ্ছেন মৌসুমী। গত বছর সেখানে নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীরের পরিচালনায় ‘কন্ট্রাক্ট বিয়ে’ নামে একটি সিরিজে অভিনয় করেন। এরপর ‘অর্ধাঙ্গিনী’ নামে মিউজিক্যাল ফিল্মেরও শুটিং শেষ করেছেন। এটি নির্মাণ করছেন সৈয়দ আর ইমন। এদিকে গত বছর নভেম্বরে আমেরিকা থেকেই জানালেন নতুন ব্যবসার খবর। নতুন ব্যবসায় নাম লেখালেন এ চিত্রনায়িকা। গুলশান-১ এর ৮ নম্বর রোডে ‘রুশ মেকওভার’ নামে বিউটি পার্লার দিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে নতুন ব্যবসার কথা মৌসুমী নিজেই জানান। তাঁর অবর্তমানে পুত্রবধূ আয়েশা পার্লারটি দেখভাল করছেন এবং আগামীতে আরও কয়েকটি শাখা করার ইচ্ছা রয়েছে মৌসুমীর। বর্তমানে ওমর সানীর অভিমানভরা কথা হলো- ‘এখন চলচ্চিত্রে নোংরাভাবে রাজনীতি ঢুকে গেছে। রাজনীতি আগেও ছিল কিন্তু এতটা খারাপ ছিল না। কিছু খারাপ মানুষ এখানে ভিড়ে জায়গাটি নষ্ট করে ফেলেছে। আর আমার সঙ্গে এসব রাজনীতি যায়ই না। এ কারণে আর এখানে কাজ করতে ইচ্ছা হয় না। একসময় মৌসুমী অভিনয় ছাড়তে চেয়েছিল। আমি বলে বলে কাজ করিয়েছি। এখন মনে হয়, সেটা আমার ভুল ছিল। এখন মৌসুমী কাজ না করতে চাইলে আর বাধা দেব না। বর্তমান পরিস্থিতি দেখে মনে হয় শাবনূর-পপিরা সরে গিয়ে ভালো করেছে। এখন থাকলে হিংসার রাজনীতিতে পড়ে ট্রলের শিকার হতে হতো তাদেরও।’ সবশেষে বলতে হয়, দেশীয় চলচ্চিত্রের নোংরা রাজনীতির কারণে প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী শুধু চলচ্চিত্র থেকে নয়, দেশ থেকেও চরম অভিমানে দূরে রয়েছেন।
শিরোনাম
- ভাতেও মিলল আর্সেনিক, এশিয়ানদের জন্য সতর্কবার্তা
- ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো ৭০০ কোটি মানবিক হৃদয়ের দায়িত্ব
- ফিলিস্তিনি প্রধানমন্ত্রীকে পশ্চিম তীর সফরের অনুমতি দিল না ইসরায়েল
- ট্রাম্পের অনীহা সত্ত্বেও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে চায় ইসরায়েল
- একতরফা যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার
- অস্ট্রেলিয়ায় ভয়াবহ ঢেউয়ের তাণ্ডব, প্রাণ গেল ৫ জনের
- ‘তথ্যসন্ত্রাস করে থামানো যাবে না’ প্রথম আলোকে হাসনাত আবদুল্লাহর চ্যালেঞ্জ
- ৩-১ গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত জয়
- সৌদিতে ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার
- আইপিএল মাতালেন ১৪ বছরের সূর্যবংশী
- শিশুসন্তানের সামনেই মাকে কোপাল সন্ত্রাসীরা, অভিযুক্ত গ্রেফতার
- সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- ১৬ বছরে শিক্ষা খাতকেও দলীয়করণ করা হয়েছে: খোকন
- বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির শুভেচ্ছা
- প্রথমে স্থানীয়, পরে জাতীয় নির্বাচন চায় জামায়াত
- স্বর্ণের দাম আবারও বেড়েছে
- শিবচরে ইয়াবা ও ককটেল উদ্ধার
- আ. লীগ নেতার চাঁদা আদায় আড়াল করতে বিএনপির নেতার নামে মিথ্যাচারের অভিযোগ
- আবাসিকে নতুন গ্যাস সংযোগের বিষয়ে তিতাসের সতর্কবার্তা
- লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকদল কর্মীর খুনিদের বিচার চেয়ে মানববন্ধন
অভিমানেই আমেরিকায় মৌসুমী
আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন

চলচ্চিত্রের নোংরা রাজনীতির কারণে প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী শুধু চলচ্চিত্র থেকে নয়, দেশ থেকেও চরম অভিমানে দূরে রয়েছেন...
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

আওয়ামী লীগের মিছিল বন্ধ করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
২১ ঘণ্টা আগে | জাতীয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কযুদ্ধ: ভারতের সঙ্গে বাণিজ্য বাড়ানোর বার্তা চীনের
২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম