জোড়া ছবি দিয়ে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। ২০১৬ সালে কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল তাঁর ‘বসগিরি’ ও ‘শুটার’। এরপর থেকে প্রতি ঈদেই বুবলী অভিনীত একাধিক ছবি মুক্তি পেয়েছে। গত বছরও রোজার ঈদে মুক্তি পেয়েছিল জোড়া ছবি ‘মায়া-দ্য লাভ’ ও ‘দেয়ালের দেশ’। আগের বছর (২০২৩ সাল) ঈদেও হাজির হয়েছিলেন ‘প্রহেলিকা’ ও ‘ক্যাসিনো’ নিয়ে। তবে ঈদে বুবলীর জোড়া ছবি নিয়ে আসার ঘটনায় এবার ছেদ পড়ে। ঈদে বুবলীর একটি সিনেমা মুক্তি পেয়েছে, সেটা এম রাহিমের ‘জংলি’। তাঁর বিপরীতে ছিলেন সিয়াম আহমেদ। আরও ছিলেন দীঘি। এ ছবির প্রমোশনে লুঙ্গি পরে হাজিরও হয়েছিলেন শবনম বুবলী। যাই হোক, ঈদের ছবি হিসেবে জংলি ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন শবনম বুবলী। দর্শকরা তাঁর সাবলীল অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ। বুবলী-সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ সিনেমাটি ১১ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ঈদে। সারা দেশের মাল্টিপ্লেক্সে ১৮টি শো চলছে এখন। প্রায় শোগুলো দর্শক টানছে। জংলি টিমের মতে- ‘হাউসফুল’। ঈদের তৃতীয় দিন পর্যন্ত ‘জংলি’ সিনেমার প্রতিটা শো হাউসফুল ছিল বলে জানা গেছে। নিজের ছবির দর্শক রেসপন্স নিয়ে আনন্দিত বুবলী। তিনি বলেন, ‘আমার সবগুলো সিনেমা আমি দেখেছি। এটা এমন না যে, আমি সব সময় এ জিনিসটা ক্লিয়ার করে রাখি। কারণ আমরা তো দর্শকদের জন্যই। দর্শকরা চিনবে, ছবি তুলতে আসবে বা যে দর্শকগুলো আমাদের ভালোবাসে, সেটা তাদের জন্য। আমি চাই একদম ফুল মনোযোগ দিয়ে সিনেমাটা দেখতে পারি। মানে যদি একজন মানুষও আমার দিকে একটু ভালোভাবে তাকায়, তাদের যেন মনোযোগ নষ্ট না হয় সেজন্য আমি বোরকা পরে আমার মতো করে কাছের মানুষদের নিয়ে সিনেমা দেখি।’ এদিকে বুবলী অভিনীত ‘ছায়া’ নামে অন্য একটি সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হয় এ ঈদে। অবশ্য এ হিসাব কষলে বলা যায়, এবারও ডাবল সিনেমা নিয়েই হাজির হন আলোচিত এ নায়িকা। তাই প্রেক্ষাগৃহ ও ওটিটি প্ল্যাটফর্ম দুই মাধ্যমেই বুবলীর নতুন সিনেমা মুক্তি পাওয়ায় ভক্তদের পাশাপাশি বুবলীও বেশ উচ্ছ্বসিত। উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি সম্প্রতি প্রযোজনায়ও নাম লিখিয়েছেন বুবলী। খুলেছেন প্রযোজনা সংস্থা। প্রতিষ্ঠানের নাম রেখেছেন- বিগ প্রোডাকশনস। বুবলী ইনোভেটিভ গ্রুপের সংক্ষিপ্ত রূপ ‘বিগ’। জানা গেছে, এ প্রতিষ্ঠান থেকে নাটক, ওয়েব ছবি, ওয়েব সিরিজ ও চলচ্চিত্র নির্মিত হবে। আয়োজন করা হবে বিভিন্ন ইভেন্টও।
শিরোনাম
- ভাতেও মিলল আর্সেনিক, এশিয়ানদের জন্য সতর্কবার্তা
- ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো ৭০০ কোটি মানবিক হৃদয়ের দায়িত্ব
- ফিলিস্তিনি প্রধানমন্ত্রীকে পশ্চিম তীর সফরের অনুমতি দিল না ইসরায়েল
- ট্রাম্পের অনীহা সত্ত্বেও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে চায় ইসরায়েল
- একতরফা যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার
- অস্ট্রেলিয়ায় ভয়াবহ ঢেউয়ের তাণ্ডব, প্রাণ গেল ৫ জনের
- ‘তথ্যসন্ত্রাস করে থামানো যাবে না’ প্রথম আলোকে হাসনাত আবদুল্লাহর চ্যালেঞ্জ
- ৩-১ গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত জয়
- সৌদিতে ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার
- আইপিএল মাতালেন ১৪ বছরের সূর্যবংশী
- শিশুসন্তানের সামনেই মাকে কোপাল সন্ত্রাসীরা, অভিযুক্ত গ্রেফতার
- সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- ১৬ বছরে শিক্ষা খাতকেও দলীয়করণ করা হয়েছে: খোকন
- বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির শুভেচ্ছা
- প্রথমে স্থানীয়, পরে জাতীয় নির্বাচন চায় জামায়াত
- স্বর্ণের দাম আবারও বেড়েছে
- শিবচরে ইয়াবা ও ককটেল উদ্ধার
- আ. লীগ নেতার চাঁদা আদায় আড়াল করতে বিএনপির নেতার নামে মিথ্যাচারের অভিযোগ
- আবাসিকে নতুন গ্যাস সংযোগের বিষয়ে তিতাসের সতর্কবার্তা
- লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকদল কর্মীর খুনিদের বিচার চেয়ে মানববন্ধন
বুবলীতে মুগ্ধ দর্শক
পান্থ আফজাল
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর