মেঘে মেঘে বেলা গড়াল, ভালোবাসার প্রান্তর ঝাঁপিয়ে নামল ঝুম বৃষ্টি। সেই বৃষ্টিস্নাত হয়ে দুই হাতে মেঘ সরাল আমাদের মেঘবালিকা নীহা। শুরু থেকে সফলতার দেবী তাকে বর দিয়ে যাচ্ছেন। তাই তো সাম্প্রতিক সময়ে পরপর ‘মন দুয়ারী’ আর ‘মেঘবালিকা’ তার আঁচলে সাফল্যের বার্তা হয়ে জড়িয়ে গেল। সময়কে কখনো নিজের করে বেঁধে রাখতে চাননি মডেল অভিনেত্রী নাজনীন নাহার নীহা। মডেলিং ও অভিনয় দিয়ে খুব অল্পসময়ে দর্শক-ভক্তের মন জয় করেছেন তিনি। তাঁর অভিনীত বেশির ভাগ নাটকই কোটি ভিউ ছাড়িয়েছে। রংধনুর রং ছড়িয়ে এখন অপেক্ষা নিজেকে ছাড়িয়ে যাওয়ার। ছোটবেলা থেকে অভিনেত্রী হতে না চাইলেও শোবিজে এসেই অভিনয়ের প্রেমে মজেছেন। তিনি এখন অভিনয়কে করে নিয়েছেন আপন। নীহার কথায়- চলচ্চিত্র ও ওয়েব জগৎ থেকে ডাক আসছে। তবে এখনই সেদিকে পা বাড়াতে চান না নীহা। তিনি বলেন, ‘এখনো কোনো চলচ্চিত্রে যুক্ত হইনি। আমি আসলে প্রস্তুত হচ্ছি। চলচ্চিত্র তো একটা বড় প্ল্যাটফর্ম, এর জন্য সঠিক প্রস্তুতি নিয়েই আসতে চাই। আপাতত ছোট পর্দা নিয়েই খুশি।’ ভবিষ্যতের ভাবনা নিয়ে নীহা বলেন, ‘আপাতত অভিনয় নিয়েই ভাবছি। দর্শকের পছন্দের অভিনেত্রী হতে চাই। দর্শক যেন আমাকে মনে রাখে। ২০ থেকে ৩০ বছর পরে কিংবা আমি বেঁচে না থাকলেও সবাই যেন মনে রাখেন, সেরকম কাজ করতে চাই। এর পাশাপাশি ব্যবসা করব, এই ইচ্ছাটা ছোটবেলা থেকেই।’ নীহা জানান, তাঁর এক ফুপাতো ভাই শোবিজে কাজ করেন। তাঁর পরামর্শে শখের বশে ফটোশুট দিয়ে ২০২০ সালে ক্যামেরার সামনে আসেন নীহা। ফটোশুটের কিছুদিন পরই শুরু হয় কভিড মহামারির লকডাউন। তাই পরে অনেক দিন আর কাজ করা হয়নি। লকডাউন শেষে আরও কিছু ফটোশুট করেন। কাজ করতে করতে অভিনয়ের প্রতি ভালোবাসা বেড়ে যায়। নীহার কথায়- এখন এটাই আমার পেশা ও আবেগ। শুরুর দিকে পরিবার খুব একটা রাজি না থাকলেও এখন উৎসাহ দেয়। ২০২৩ সালে পবিত্র ঈদুল ফিতরে নাটক দিয়ে আমার অভিষেক। বেশি বেশি কাজ করতেও চাই না। আমি মনে করি, এখনো ভালো অভিনয় পারি না। এটা বুঝি, অনেকে চান আমি বেশি বেশি কাজ করি; এমনকি আমার দর্শকরাও। কিন্তু টানা কাজ করতে গিয়ে মানের সঙ্গে আপস করতে চাই না। একটি কাজ হাতে নিয়ে প্রস্তুত হয়ে, চরিত্রের মধ্যে ঢুকে তারপর শুটিংয়ে যেতে চাই। প্রতিটি কাজের আগে প্রস্তুতির জন্য বিরতি নিতে চাই। এভাবে আরও কাজ করে নিজেকে শিল্পী হিসেবে পোক্ত করতে চাই। তারপর কাজের পরিমাণ বাড়তে পারে। নীহার এখন একমাত্র প্রেম কাজের সঙ্গে, পরিবারের সঙ্গে। মা-ই নীহার স্বপ্নের পৃথিবী। ক্যারিয়ারে যদি একটুও সফলতা ধরা দেয়, তার পুরোটাই এসেছে মায়ের অবদানে। তাঁর অনুপ্রেরণা না পেলে নীহাকে হয়তো সবাই অন্যরকমভাবে পেত বলে জানান এই অভিনেত্রী। তিনি আরও বলেন, ‘আমাদের পরিবার অন্য আট-দশটা পরিবারের মতো নয়। আমি অভিনয় করি, এটি শুরুর দিকে পরিবারের অনেকেই চাননি। বলা যায়, পরিবারের বিরুদ্ধে গিয়ে অভিনয়ে নেমেছি। তবে আম্মুর সাপোর্ট পেয়েছি। তাঁর সহযোগিতা ছিল আমার চলার পথের পাথেয়। যখনই সবাই আমাকে একটু একটু করে চিনতে শুরু করে ও আশপাশের মানুষ প্রশংসা করে, তখন আম্মু আমার অভিনয়ে আসাকে মন থেকেই গ্রহণ করে নেন। তখন থেকে আরও তুমুল উৎসাহ নিয়ে কাজ করছি।’
শিরোনাম
- ভাতেও মিলল আর্সেনিক, এশিয়ানদের জন্য সতর্কবার্তা
- ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো ৭০০ কোটি মানবিক হৃদয়ের দায়িত্ব
- ফিলিস্তিনি প্রধানমন্ত্রীকে পশ্চিম তীর সফরের অনুমতি দিল না ইসরায়েল
- ট্রাম্পের অনীহা সত্ত্বেও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে চায় ইসরায়েল
- একতরফা যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার
- অস্ট্রেলিয়ায় ভয়াবহ ঢেউয়ের তাণ্ডব, প্রাণ গেল ৫ জনের
- ‘তথ্যসন্ত্রাস করে থামানো যাবে না’ প্রথম আলোকে হাসনাত আবদুল্লাহর চ্যালেঞ্জ
- ৩-১ গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত জয়
- সৌদিতে ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার
- আইপিএল মাতালেন ১৪ বছরের সূর্যবংশী
- শিশুসন্তানের সামনেই মাকে কোপাল সন্ত্রাসীরা, অভিযুক্ত গ্রেফতার
- সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- ১৬ বছরে শিক্ষা খাতকেও দলীয়করণ করা হয়েছে: খোকন
- বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির শুভেচ্ছা
- প্রথমে স্থানীয়, পরে জাতীয় নির্বাচন চায় জামায়াত
- স্বর্ণের দাম আবারও বেড়েছে
- শিবচরে ইয়াবা ও ককটেল উদ্ধার
- আ. লীগ নেতার চাঁদা আদায় আড়াল করতে বিএনপির নেতার নামে মিথ্যাচারের অভিযোগ
- আবাসিকে নতুন গ্যাস সংযোগের বিষয়ে তিতাসের সতর্কবার্তা
- লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকদল কর্মীর খুনিদের বিচার চেয়ে মানববন্ধন
কাজের প্রেমে মগ্ন নীহা
নীহার এখন একমাত্র প্রেম কাজের সঙ্গে, পরিবারের সঙ্গে। মা-ই নীহার স্বপ্নের পৃথিবী। ক্যারিয়ারে যদি একটুও সফলতা ধরা দেয়, তার পুরোটাই এসেছে মায়ের অবদানে
আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর