বাংলা নববর্ষ উপলক্ষে সম্প্রতি নতুন একটি গানের মিউজিক্যাল ফিল্ম নির্মিত হয়েছে ঢাকার অদূরে ঐতিহ্যবাহী নিদর্শন সোনারগাঁ জাদুঘরে। গানের শিরোনাম- ‘ঢাকঢোল বাজে’। এটির ভিডিও নির্মাণ করেছেন শান শায়েক। ওয়ালিদ হাসানের লেখা, শান শায়েকের সুর ও সংগীত পরিচালনায় গানটি গেয়েছেন এ প্রজন্মের ১৭ জন জনপ্রিয় সংগীতশিল্পী। গানটি গাওয়ার পাশাপাশি মডেল হিসেবেও রয়েছেন সংগীতশিল্পী শান শায়েক, সাব্বির জামান, তামান্না প্রমি, নির্ঝর চৌধুরী, কানিজ খন্দকার মিতু, শীলা দেবী, বনি, স্নিগ্ধা জামান, জুয়েল রানা, শুভ দাস, জোবায়ের শাওন, অন্তর রহমান, শামামা তাহমিদ, শিমুল কুমার, বাসুদেব চক্রবর্তী। গানটি মিউজিক আলফার ব্যানারে আজ অবমুক্ত হচ্ছে।