প্রথমবারের মতো মেগাস্টার শাকিব খানকে নিয়ে বড় আয়োজনে ‘বরবাদ’ সিনেমা নির্মাণ করেছেন নির্মাতা মেহেদী হাসান হৃদয়। ঈদে মুক্তির পর থেকে এই সিনেমা রেকর্ড ব্রেকিং ব্যবসা করেছে এবং এখনো রয়েছে দর্শকমুগ্ধতার তালিকায়। অন্যদিকে টিকিটের জন্য চলছে হাহাকার। সব মিলিয়ে চলচ্চিত্রটি নিয়ে নির্মাতার সঙ্গে কথা বলেছেন- পান্থ আফজাল
কেমন আছেন? বরবাদ কেমন যাচ্ছে? সব মিলিয়ে সন্তুষ্টি কতখানি?
অনেক অনেক ভালো আছি। খুবই ভালো যাচ্ছে বরবাদ। আমি সত্যিই অনেক বেশি কৃতজ্ঞ দর্শকের কাছে। তাদের ভালোবাসায় আমি ভীষণভাবে মুগ্ধ।
প্রথম ছবিতেই শাকিব খান, তাঁর ডেডিকেশন নিয়ে কী বলবেন?
শাকিব ভাইয়ের ডেডিকেশন নিয়ে আসলে কথা বলতে গেলে কথা শেষ হবে না। এত ডেডিকেশন তাঁর, আমি এ রকম মানুষ আর দেখিনি। এ রকম আর্টিস্টের সঙ্গে আমার কখনো কাজ করা হয়নি। উনি যে কী পরিমাণ পরিশ্রমী, কী পরিমাণ খেটেছেন সিনেমার জন্য, বিশ্বাস করেন, বলে শেষ করতে পারব না।
বরবাদের কেউ টিকিট পাচ্ছে না...
এটা আসলে আত্মতৃপ্তির অভিযোগ। খুবই ভালোলাগার অভিযোগ। খুবই মিষ্টি অভিযোগ। যারা সিনেমা নির্মাণ করেন, যারা প্রডিউসার, যারা কলাকুশলী তারা তো এ রকম কিছুই চান, তাই না?
মানুষের এত বেশি ভালোবাসা পাওয়া যাবে; কিন্তু টিকিট পাওয়া যাবে না। এই মধুর বিষয়টি নিয়ে আমরা খুবই আনন্দিত।
বরবাদ দেখতে হুমড়ি খেয়ে পড়ছে দর্শকরা...
হ্যাঁ, একদম শুরুর দিক থেকে এখন পর্যন্ত হাউসফুল যাচ্ছে। সিঙ্গেল স্ক্রিন, মাল্টিপ্লেক্স সব জায়গাতেই।
পুলিশ মোতায়েন করতে হয়েছে দর্শকের চাপ সামলানোর জন্য শেরপুরের একটি সিনেমা হলে। মিডনাইট শো চালাইতে হয়েছে ১৫টি সিনেমা হলে।শো বাড়ানোর পরও সামলানো যাচ্ছে না, আসলে এটা আল্লাহর রহমত।
‘বরবাদ’ এ পর্যন্ত কত আয় করেছে? ‘বরবাদ’-২ আসবে?
সত্যি বলতে এখন পর্যন্ত মোট কত টাকা আয় করেছে সেটা আমি জানি না। প্রযোজকের সঙ্গে কথা বললে একচুয়াল হিসাবটা জানতে পারবেন। আর বরবাদ ২ সামনে আসবে কি আসবে না, সেটা এখনো বলতে পারব না। এমন কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমরা নেইনি। তবে সামনে আরও ভালো কিছু আসবে ইনশাল্লাহ।
ফিল্মের একজন নির্মাতা হিসেবে নিজেকে কতটা সফল মনে করছেন?
ফিল্মের নির্মাতা হিসেবে কতটুকু সফল তা বলতে পারব না। তবে বরবাদ আমার কাছে সফল একটি প্রজেক্ট। দর্শকের ভালোবাসাই আমাকে, বরবাদকে সফল করেছে।
শুধু এই কথাটিই বলব, বরবাদের নির্মাতা হিসেবে শুকুর আলহামদুলিল্লাহ আমি সফল।
বরবাদ কোথায় গিয়ে থামবে?
কোথায় গিয়ে থামবে জানি না। বরবাদ না থামুক, বরবাদ চলতে থাকুক।
১০০ কোটির ক্লাবে প্রবেশের স্বপ্ন দেখছেন। এটি কি সম্ভব?
অবশ্যই সম্ভব। দেখুন যেভাবে যাচ্ছে, এভাবে যদি আর এক মাস যায় তাহলে বরবাদ ১০০ কোটির ক্লাবে ইনশাল্লাহ যাবে। আমরা আশা করি, আমরা বিশ্বাস করি।