মঙ্গলবার ছিল বাংলা নববর্ষ। রাজধানীসহ গোটা দেশ মেতে উঠেছিল বাংলা বছরের প্রথম দিনটিকে বরণ করতে। এ দিনটিতে সবাই ভেদাভেদ ভুলে মেতে উঠেন নানা অনুষ্ঠানে। এ ছোঁয়া লেগেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও। কেউ কেউ শেয়ার করেছেন বর্ষবরণের ছবি। কেউবা আবার ছবির মাধ্যমে অতীতের মধুর স্মৃতি তুলে ধরেছেন ফেসবুকে।
এ রকমই একটি ছবি ফেসবুকে আপলোড করেছেন বিদিশা। ছবিটিতে নেচে নেচে নতুন বছরকে বরণ করতে দেখা যাচ্ছে তাকে। জানা গেছে, ১৬ বছর আগে পয়লা বৈশাখের একটি অনুষ্ঠানে তোলা হয়েছিল এ ছবিটি।