ওয়ানডে সিরিজে সফররত পাকিস্তানকে হোয়াইট ওয়াস করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনূস। তিনি তার ফেসবুক পেজে লিখেছেন, 'বিশ্ব ক্রিকেটের পরাশক্তি পাকিস্তানকে শেষ ওয়ানডেতে ৮ উইকেটে হারিয়ে ৩-০ তে সিরিজ জিতে অনন্য আসনে আসীন হওয়ায় আমাদের প্রিয় ক্রিকেট দলকে আমার প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।। বাংলাদেশ জয়ী হয়ে সমগ্র জাতিকে গৌরবান্বিত করেছে। এ অর্জন ক্রিকেট জগতে বাংলাদেশের অবস্থানকে আরো সুদৃঢ় করবে। আমি বাংলাদেশ দলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং বাংলাদেশের এই সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি দৃঢ় প্রত্যয় প্রকাশ করছি।'
বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল ২০১৫/ এস আহমেদ