পোশাক আশাকের ব্যাপারে বড়পুত্র নিষাদ বরাবরই তার পিতার মত উদাসীন...
প্রায়ই উপরের বোতাম নিচে আর নিচের বোতাম উপরে লাগিয়ে গিট্টু পাকিয়ে ফেলে...
কিন্তু নিনিত দেখছি বেশ সচেতন...
আজ তাদের স্কুলের anual book এর ছবি তোলার দিন...
নিনিত কাল স্কুল থেকে ফেরার পর থেকে বারবার আমাকে মনে করিয়ে দিয়েছে সেই কথা...
কোন শার্ট পরবে..., সঙ্গে ম্যাচিং প্যান্ট কোনটা ভালো লাগবে..., এই নিয়ে তার চিন্তার শেষ নেই...
সকালে তৈরী হওয়ার সময় দুইবার শার্ট আর চারবার জুতা বদলেছে...
তারপর আমাকে বলে,
"মা আইডিয়া... স্কুলে যখন ছবি তুলবে তুমি তো দেখবা না... তুমি এখন আমার ছবি তুলো... আমি স্কুলের মতন হাসবো..."
অতঃপর ফটোসেশন করতে হল...
বিশেষ দ্রষ্টব্যঃ নিষাদের ছবি কিছুতেই তুলতে পারলাম না... তার অভিযোগ, ছবি তুলেই নাকি আমি ফেসবুকে দিয়ে দিব...
(লেখকের ফেসবুক পেইজ থেকে সংগ্রহীত)
বিডি-প্রতিদিন/ ১৯ মে, ২০১৫/ রশিদা