ওকে, ওয়েল ডান টাইগারস। সিরিজ জিতার জন্য ধন্যবাদ। কিন্তু এখন যেহেতু আর তোমরা পুরানা দিনের বাংলাদেশ না, যেটা তোমরাই আমাদের বিশ্বাস করিয়েছো, সেইহেতু শেষ খেলার পারফরমেন্স নিয়ে তোমাদের নিজেদেরই প্রশ্ন করা উচিত এই পিচে এই বোলিং অ্যাটাকের বিরুদ্ধে চল্লিশ ওভারের মধ্যে কার্যত সারেন্ডার করা এই নতুন বাংলাদেশের সাথে খাপ খায় কিনা। আশা করি বুঝতে পারছো সব খেলায় জেতার কথা বলছি না, বলছি খেলার অ্যাপ্রোচের কথা।
আমি নিশ্চিত তোমরাও এটা নিয়ে নিজেদের উপর বিরক্ত থাকবা ।
কারণ, আবারও বলি, আমরা তোমাদের মতোই বিশ্বাস করি বাংলাদেশ এখন বড় দল। এবং বড় দল সব সময়ই ফোকাসড থাকে এবং নিজেদের কাজ কাম ক্লিনিকালি শেষ করে, সিরিজে এগিয়ে থাকলেও, পিছিয়ে থাকলেও। ।
এগিয়ে যাও, টাইগারস।
(লেখকের ফেসবুক পেজ থেকে সংগৃহীত)
বিডি-প্রতিদিন/ ২৫ জুন, ২০১৫/ রশিদা