মোবাইল কোম্পানিগুলোর বিরুদ্ধে নিজের আক্ষেপের কথা ফেসবুকের মাধ্যমে প্রকাশ করলেন কবি নির্মলেন্দু গুণ। গতকাল এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, "অামার কবিতা Welcome tune হিসেবে ব্যবহার করছে, অ্মাকে এক টাকাও রয়েলটি দিচ্ছে না। (অামি বলছি না ভালবাসতেই হবে)। অারও কবিতা অাগে ছিল। অামি নিজের কানে শুনেছি। এখন এতো খোঁজ রাখি না।অাদালতে গেলে কি লাভ হবে? মন্ত্রী জনাব পলক ও তারানা হালিমের দৃষ্টি অাকর্ষণ করছি। টাকাটা পেলে কোন একটা ভালো জনহিতকর কাজে লাগাতে পারবো। সম্মানীটা সেজন্যই জরুরী। তাছাড়া এটা অামার হক। ওরা তো টাকা নিচ্ছে কবিতার ওয়েলকাম টিউন ব্যবহারকারীদের কাছ থেকে।"
বিডি-প্রতিদিন/ ১০ নভেম্বর, ২০১৫/ রশিদা