কারো দুই কলম ভালো লেখার আশায় আমি ছবি বানাই না। আমি কৃষ্টি কালচার বুঝি না। শুধু বুঝি ছবি হিট তো সব হিট। ছবির সাথে জড়িত সবাই হিট। রুটি রুজি হিট।
এই সিনেমা ইন্ডাস্ট্রিতে সবাই 'জ্যালতে সুরাজ'কি পুজারী'। ছবি ফ্লপ দিলে কেউ সালাম'ও দেয় না। হিট ছবি বাঁচাবে ইন্ডাস্ট্রি।
'অন্তর জ্বালা'র টাইটেল সং সুপার হিট। ছোট ছোট কিছু আশা জমেছে এই মনে।WooW পরী মনি, জবাব নাই তোমার।
যতোবার গান দেখি ততবার প্রেমে পড়ি (পর্দার সোনা 'র)। জায়েদ খান আপনি এখন রিয়েল হিরো।
(নির্মাতার ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/২৮ নভেম্বর, ২০১৭/ফারজানা