আরটিভি'তে লাইভ দেখছি। গায়িকা পূজা গান গাইছেন। আমার লেখা যে গানটি তিনি আরফিন রুমি'র সাথে গেয়ে প্রথম তারকা খ্যাতি পান 'তুমি আমার জীবনে সবকিছু'- সেই গানটিও দেখি তার মুখস্থ নেই। প্রতি লাইনে লাইনে পূজা দেখে গাইছেন গানের খাতা।
তখন আমার মনে হয়েছে, এই পূজা যদি কভু জাতীয় পুরস্কার পান- সেদিন অনুভুতি জানাতে উপস্থাপকের প্রশ্নের উত্তরে তার জন্মদাতা বাবা-মায়ের নাম বলতে হয়তো খাতায় লেখা দেখে বলবেন।
উল্লেখ্য, অবিসংবাদিত জনপ্রিয় গায়ক আসিফ আকবর এখনো তার প্রথম জনপ্রিয় গান 'ও প্রিয়া তুমি কোথায়' মুখস্থ গেয়ে যান বীর দর্পে। আসিফের মতরাই রিয়্যাল সুপারস্টার। বাকিরা হিরো আলম হয়েই থাকবেন গানের ইতিহাসে।
লেখক: গীতিকার
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/৩০ মার্চ, ২০১৮/ফারজানা