ওকে, লেট মি গেট ইন্টু দ্য ফ্রেইম লাইক আদার্স!! এ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার মুভি নিয়ে বেশ মাতামাতি চলছে.... বেশ লাগছে বিষয়টা!! অনেকেই টিকেট না পেয়ে ফিরে এসছেন! আহা!!
ফুরিয়ে তো যাবে না, একটু অপেক্ষা করে পরেই না হয় দেখলেন; ফিল্মের দৈর্ঘ্য তো আর কমছে না।
আমার এ ধরনের পাগলামি কোনোকালেই ছিল না, যদিও ছেলেবেলায় শ্রীদেবী'র ফিল্ম নিয়ে পাগলামি ছিল একটু আধটু....
একবার হলো কি "আয়নাবাজি" ফিল্মটা আসলো! টিকেট কারো মাধ্যম ছাড়া কিনতে চেয়ে পরপর ০৩ সপ্তাহ টিকেট পাইনি। ভাল লেগেছিল দেশি ফিল্মের ব্যাপক চাহিদা দেখে!
পরে অবশ্য "আয়নাবাজি" আর দেখা হয় নাই।
আমার মত কেমন যেন ভাল মন্দের মিশেল টাইপ দর্শকের জন্য প্রথম সপ্তাহে ফিল্ম দেখা হলেই ভাল নয়তো আলসেমির জোয়ারে আর কখনো ফিল্ম দেখা হয় না।
মামা বাড়ির মাঝি নাদের আলি টাইপ কেউ আছে নাকি?
বিশেষ বচন : আমি এ্যাভেঞ্জার্স'র মুভিগুলো ভালা পাই।
লেখক: সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডেমরা জোন)
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/২৭ এপ্রিল ২০১৮/এনায়েত করিম