মোটামুটি একটা হালকা চালের সেশন বলা যায়। বিষয় ছিল, বাংলা সংস্কৃতির অতীত কোলকাতায় এবং ভবিষ্যৎ ঢাকায়। হালকা চালের হলেও শুনলে ভালো লাগতে পারে। পাওয়া যাবে কোলকাতা লিট মিটের পেজে।
আর আমার জন্য আজকের হাইলাইট হচ্ছে স্থপতি বাশিরুল হকের সাক্ষাৎ লাভ। তাকে পেয়ে মোটামুটি ফ্যানবয় হয়ে গিয়েছিলাম। তার কাজ আমার এতো পছন্দ যে, উনার জীবনসঙ্গী প্রফেসর ফিরদাউস আজিমের চেয়ে দেখা গেল আমি বেশী খোঁজ-খবর রাখি ঢাকায় উনার ডিজাইন করা বাড়ি কোথায় কোথায়?
যারা জানেন না, ফার্মগেটের কালিন্দী- ধানসিঁড়ি, ছায়ানট, গুলশান প্রাইড (যেখানে আমি ডুব শ্যুট করেছি) এ রকম মন জুড়ানো সব কাজ এই কিংবদন্তির।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি-প্রতিদিন/২৭ জানুয়ারি, ২০১৯/মাহবুব