মা দিবস কি, আমার মা সেটা জানেই না। জানার কোন দরকারও নেই। কারণ আমাদের আট ভাই-বোনকে জন্ম দিয়ে মানুষ করতে করতেই তো তাঁর জীবন পার হয়ে গেল। তারপর নাতি পুতি আরো কত কিছু...।
আর আমার কাছে মা দিবস তো প্রতিদিন। প্রতিদিন প্রতিক্ষণ আমি মা কে ডাকি। মায়ের মুখের হাসিটাই আমার সবচেয়ে বড় সম্পদ। সকল মায়ের প্রতি আমার শ্রদ্ধা। মা আমাদের সবাইকে এই পৃথিবীর আলো দেখিয়েছেন।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি-প্রতিদিন/১২ মে, ২০১৯/মাহবুব