‘সুন্দরবন’ ‘ডক্টরেট’ এই কথাগুলো রুপক হিসেবে ব্যবহার করেছেন শাকিব খান। উনি বুঝাতে চেয়েছেন যে কোনো পরিবেশে থেকে আমরা একটি ভালো ছবি নির্মাণ করতে পারি। এই নিয়ে যারা তামাশা করেছে তাদের জন্য করুণা হয়।
আমার ২৫ নম্বর ছবি কিং খানকে নিয়ে এই সুন্দরবনে শুরু করবো। শেষ করবো ইস্তানবুল। নায়িকা থাকবে পাকিস্তানি।
‘পাসওয়ার্ড ছবির ‘পাগল মন’ গান আপনার মন জয় করবেই। ‘পাসওয়ার্ড’ যার কোনো অপজিশন নেই।
লেখক : নির্মাতা মালেক আফসারী
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি-প্রতিদিন/শফিক