ঈদ হবে ৫ জুন- এটাই মাথার মধ্যে গেঁথে গিয়েছিলো। কিভাবে গিয়েছিলো তার ব্যাখ্যা দিতে পারবো না। রেজা ( Ahm Rezaul Karim) ভাই যখন ঈদের দিন দুপুরে যেতে বললেন, তখন হিসেব মিলিয়ে দেখি ওই দিন সকালে ডাউন টাউনে আমার ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট। রেজা ভাইকে কখনোই আড্ডা দেয়ার জন্য পা্ওয়া যায় না। ঈদের উছিলায় তাকে যখন পা্ওয়া গেলো- তখন এই সুযোগটা মিস করা যাবে না।
ডেন্টিস্টের অফিসে ফোন করলাম অ্যাপয়েন্টমেন্ট বাতিল করতে। তারা অ্যাপয়েন্টমেন্টা পিছিয়ে পরের দিনেই নিতে চাইলো। হঠাৎ মনে হলো ঈদ যদি পরের দিন হয়, তা হলে?
প্রবাসে তো আমরা প্রতি বছরই দুই দিনে ঈদ করি।
হঠাৎ দেখি ডেনফোর্থ ইসলামিক সেন্টারে ৪ জুন ঈদ ঘোষণা করেছে। খোলা মাঠে ঈদের জামাতের কারণে এদের ঘোষণাটা গুরুত্বপূর্ণ। যারা বাংলাদেশের মতো খোলা মাঠে ঈদের জামাত পড়বেন – তারা ডেনটনিয়া পার্কেই যাবেন। টরন্টোর ঈদের সময় নিয়ে গুগল করতে গিয়ে পড়ে গেলাম বিপদে। বিভিন্ন ইসলামিক সংস্থা ঈদ ঘোষণা দিয়েছে ৪ অথবা ৫ জুন। ডেনফোর্থ ইসলামিক সেন্টারের মতো তারা নির্দিষ্ট করে ঘোষণা দিয়ে দেয়নি। এখন শুনি আরো একটি মসজিদ না কি ৫ জুন ঈদের ঘোষণা দিয়েছে। প্রতি বছরের মতো এবারও তা হলে যার যার সুবিধা মতো যে কোনো দিন ঈদ করার সুযোগ পাবেন।
আমি ভাবছি রেজা ভাইয়ের বাসার দা্ওয়াত নিয়ে কি হবে? ৪ জুন দুপুরে তার বাসায় গেলে তিনি যদি বলে বসেন- ঈদ তো কালকে? আর ৫ জুন গেলে যদি বলেন- ঈদ তো গতকাল ছিলো।
আমাদের কি হবে এখন?
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/ফারজানা