আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, ‘আমি আপনাদের আহ্বান জানাব, আওয়ামী লীগকে বিশুদ্ধ করুন। আওয়ামী লীগ থেকে দূষিত রক্ত বের করে দিন।
কি আশ্চর্য! দলের সাধারণ সম্পাদক নেতাকর্মীদের বলছেন, দলকে বিশুদ্ধ করতে। আচ্ছা, দলে ‘অশুদ্ধ’ রক্ত সঞ্চালিত করেছে কারা? রক্তটা শুদ্ধ না দূষিত- সেটা দেখার দায়িত্ব কার ছিলো?
বাই দ্যা ওয়ে, দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব কি?
চট্টগ্রামের এক জামায়াত নেতার কন্যার ব্যাপারে, বদির ব্যাপারে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর বিভিন্ন সময়ের বক্তব্য কি ছিলো?
দলকে দূষিত করবেন আপনারা, আর শুদ্ধ করার আহ্বান জানাবেন- ক্ষমতাহীন কর্মীদের! কি চমৎকার ব্যাপার!
(ফেসবুক থেকে সংগৃহীত)
লেখক: সম্পাদক ও প্রকাশক, নতুনদেশ ডটকম
বিডি প্রতিদিন/ফারজানা